Thursday, August 28, 2025

সোমবার থেকে রাজ্যে পূর্ণ কর্মবিরতির ‘থ্রে.ট’ জুনিয়র ডাক্তারদের!

Date:

Share post:

ফের কর্ম বিরতির পথে হাঁটতে চলেছেন রাজ্যের জুনিয়র চিকিৎসকরা। শনিবার মেডিক্যাল কলেজগুলির জিবি মিটিং-এর (GB meeting) পর এই সিদ্ধান্তের কথাই জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। শুধু তাই নয় কার্যত হুঁশিয়ারির সুরে WBJDF-এর প্রতিনিধিরা বলেন সোমবার সুপ্রিম শুনানিতে (Supreme Court hearing) প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ যদি তাদের মনঃপুত না হয় তাহলে বিকেল থেকেই তাঁরা গোটা রাজ্য জুড়ে ‘সিজ ওয়ার্ক’ শুরু করবেন। অর্থাৎ ‘থ্রেট কালচারের’ (Threat Culture) বিরুদ্ধে অভিযোগ করে আন্দোলনে নামা জুনিয়র ডাক্তাররা নিজেরাই ‘ওপেন থ্রেট’ দিলেন এবার। ডাক্তারির শপথ ভুলে মিডিয়ার লাইম লাইটে থাকতে নয়া কর্মসূচির ঘোষণা।

আর জি কর হাসপাতালে (RG Kar Medical College and Hospital) ট্রেনি চিকিৎসক তরুণীর মৃত্যুর ঘটনাকে ইস্যু করে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় পরিবর্তন আনার নামে ৪২ দিন ধরে কর্মবিরতি পালন করেছেন জুনিয়র ডাক্তাররা। বারবার নিজেদের নিরাপত্তার বিষয়টিকে ‘ফোকাস’ করতে চেয়েছেন তাঁরা, সঙ্গে জুড়েছে তিলোত্তমার বিচারের দাবি। এর মাঝেই মহালয়া ও অষ্টমীর রাত দখল কর্মসূচির আহ্বান জানিয়ে নাগরিক সমাজকে অংশগ্রহণের জন্য অনুরোধ করেছেন। এবার ফের সম্পূর্ণ কর্মবিরতির হুঁশিয়ারি। সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে (Sagar Dutta Medical College and Hospital) চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের উপর মৃত রোগীর পরিবারের চড়াও হওয়ার ঘটনাকে শিখণ্ডী করে, আন্দোলনের নামে কর্মবিরতির ঘোষণা থেকেই স্পষ্ট যে আরও একবার সাধারণ মানুষকে স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত করতে চলেছেন ট্রেনি ডাক্তারবাবুরা। পুজোর আবহে এমনিতেই ডাক্তার পাওয়া যায় না বলে অভিযোগ করেন সাধারণ মানুষ। এখন জুনিয়র ডাক্তারদের সম্পূর্ণ কর্মবিরতি শুরু হলে সমস্যায় পড়তে হবে আমজনতাকে।


 

spot_img

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...