Saturday, November 8, 2025

ভিজে আউট ফিল্ড, গড়াল না একটিও বল, তৃতীয় দিনও হল না ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্ট

Date:

Share post:

তৃতীয় দিনও হল না ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্ট। মাঠ ভিজে থাকায় , তৃতীয় দিনও বাতিল ম্যাচ। দ্বিতীয় দিনের মতন তৃতীয় দিনও গড়াল না একটি বল। শেষমেশ মাঠ দেখে খেলা বাতিল ঘোষণা করেন আম্পায়ারেরা।

এদিন তেমন বৃষ্টি হয়নি। তবে বৃষ্টি না হলেও আউটফিল্ড ভিজে ছিল। সকাল ৯টা, ১০.৩০টা, দুপুর ১২টা এবং ২টোর সময় চার বার মাঠ পরিদর্শন করেন দুই আম্পায়ার । সকাল থেকে কানপুরে বৃষ্টি না হলেও আউট ফিল্ড ভিজে ছিল। সব রকম চেষ্টা করেও মাঠকে খেলার উপযুক্ত করে তুলতে পারেননি গ্রিন পার্ক স্টেডিয়ামের মাঠ কর্মীরা। আসলে আকাশ মেঘলা থাকায় মাঠ না শুকানো তে সমস্যা হয়। তবে শেষমেশ ম্যাচ বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নেন আম্পায়াররা।

গতকালও একবল গড়ায়নি। বাতিল হয়ে গিয়েছিল দ্বিতীয় দিনের খেলা। প্রথম দিন যেখানে খেলা শেষ হয় বৃষ্টির জন্য, সেখানেই আটকে ম্যাচ। শনিবারও কানপুরে বৃষ্টির কারণে শুরুই করা সম্ভব হয়নি ম্যাচ। মাঠ ঢাকা ছিল। চা বিরতির আগেই জানিয়ে দেওয়া হয়েছিল যে শনিবার খেলা শুরু করা সম্ভব হচ্ছে না।

গতকাল বৃষ্টির জন্য বন্ধ হয়ে গিয়েছিল ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা। দ্বিতীয় টেস্টে বৃষ্টির পূর্বাভাস ছিল। কানপুরের হাওয়া অফিস জানিয়েছিল, প্রথম তিন বৃষ্টি হতে পারে। প্রথম দিন তেমনটাই হয়েছিল। প্রথম দিন খেলার শেষে হওয়ার সময় বাংলাদেশের রান সংখ্যা ছিল ৩ উইকেট হারিয়ে ১০৭। প্রথম দিন বৃষ্টির কারণে খেলা শুরু দেরিতে। টসে জিতে বল করার সিধান্ত নেন ভরিত অধিনায়ক রোহিত শর্মা। প্রথম ওভারেই বাংলাদেশকে ধাক্কা দেন আকাশ দীপ। শূন্যরানেই ফিরে যান জাকির হাসান। আরেক ওপেনার শাদমানকেও আউট করেন আকাশ দীপ। শাদমান করেন ২৪ রান। বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আউট হন ৩১ রানে। শান্তকে ৩১ রানের মাথায় আউট করেন রবিচন্দ্রন অশ্বিন। এরপর আবার বৃষ্টি শুরু হয়। গোটা মাঠ ঢেকে দেওয়া হয়। গোটা মাঠ ঢেকে দেওয়া হয়। বেশ কিছু ক্ষণ খেলা বন্ধ থাকার পরে আম্পায়ারেরা সিদ্ধান্ত নেন ম্যাচ বন্ধ করার। সেই সময় বাংলাদেশের হয়ে ক্রিজে ছিলেন, মোমিনুল এবং মুশফিকুর রহিম। মোমিনুল ৪০ রানে অপরাজিত। ৬ রানে অপরাজিত মুশফিকুর।

চেন্নাইয়ে প্রথম টেস্ট জিতে সিরিজে ১-০ এগিয়ে ভারত। দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করাই লক্ষ্য টিম ইন্ডিয়ার।

আরও পড়ুন- আইপিএল-এ বিদেশি ক্রিকেটারদের জন্য আসছে নতুন নিয়ম, কড়া সিদ্ধান্ত BCCI-এর

spot_img

Related articles

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

বঙ্গ রাজনীতিতে নতুন দল! চেয়ারম্যান হিসাবে নিজের নাম ঘোষণা হুমায়ুন কবীরের

বারবার দল বিরোধী কথাবার্তা। দলের পদক্ষেপ নিয়ে প্রকাশ্যে সমালোচনা। এবার মুখোশ খুলল হুমায়ুন কবীরের। তিনি এবার নিজেই দল...

আপনি কি মোটা বা সুগারের রোগী? বাতিল হতে পারে আপনার মার্কিন ভিসা

বিদেশের নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে নতুন নিয়ম লাগু করল আমেরিকা। দেশের সম্পদ রক্ষা করার নামে এবার একাধিক শারীরিক...