Friday, November 14, 2025

কেন ক্রিকেটের ছোট ফরম্যাট থেকে অবসর নিয়েছিলেন রোহিত? জানালেন নিজেই

Date:

টি-২০ বিশ্বকাপ জয়ের পরেই ক্রিকেটের ছোট ফরম্যাট থেকে অবসর নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। আচমকাই ঘোষণা করেন সেই কথা। কেন অবসর গ্রহণ করলেন, সেই সময় এই নিয়ে বলেননি একটা কথাও। তবে এবার মুখ খুললেন রোহিত। জানালেন কেন টি-২০ ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছেন।

এই নিয়ে রোহিত বলেন,” মনে হয়েছিল টি-২০ ক্রিকেটে আমার সময় শেষ। ক্রিকেটের এই সংস্করণটা দারুণ উপভোগ করেছি। ১৭ বছর ধরে খেলছি। ভালই খেলেছি বলে মনে হয়। আর কিছু নয়। এবারের টি-২০ বিশ্বকাপ জেতার পর মনে হল, অবসর ঘোষণার এটাই সেরা সময়। ঠিকই আছে। এবার আমি অন্য রকম কিছু ভাবতেই পারি। আমাদের অনেক ক্রিকেটার আছে। তরুণেরাও দেশের জন্য ভাল খেলবে।”

এরপর রোহিত আরও বলেন, “ শুধু মনে হয়েছিল, টি-২০ থেকে অবসর নেওয়ার সেরা সময় এটাই। আর কিছু দিন অনায়াসে তিন ধরনের ক্রিকেট খেলতে পারতাম। ফিটনেস বা মানসিকতা নিয়ে কোনও সমস্যা নেই। বিশ্বাস করি, মন যেটা চায় সেটাই করা উচিত। আমি একজন খুব আত্মবিশ্বাসী মানুষ। আমি আমার মনকে প্রয়োজন মতো নিয়ন্ত্রণ করতে পারি। যদিও ব্যাপারটা একদমই সহজ নয়। তবু বেশির ভাগ সময় করতে পারি বলেই মনে হয়। আপনি যদি মনে করেন, এখনও তরুণ আছেন, তাহলে অনেক কিছুই করতে পারবেন। অবশ্যই করতে পারবেন। ভাবনাটাই আসল।’’

উল্লেখ্য, টি-২০ বিশ্বকাপ ফাইনাল খেলে ২০ ওভারের ক্রিকেট থেকে রোহিতের সঙ্গে অবসর নেন বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজাও।

আরও পড়ুন-  ভিজে আউট ফিল্ড, গড়াল না একটিও বল, তৃতীয় দিনও হল না ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্ট

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version