Monday, November 10, 2025

অধীরের পরে শুভঙ্কর! ‘গো-ব্যাক’ শুনে সাগর দত্ত ছাড়তে বাধ্য হলেন নয়া প্রদেশ কংগ্রেস সভাপতি

Date:

পূর্বসূরি ধারা বজায় থাকল উত্তরসূরির ক্ষেত্রেও। প্রদেশ কংগ্রেস সভাপতির মুখ বদল হলেও শুনতে হল ‘গো-ব্যাক’। রবিবার, সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। কিন্তু সেখানে আন্দোলনরত জুনিয়র ডাক্তারেরা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান। মঞ্চ থেকে তাঁকে উদ্দেশ করে ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া হয়। আন্দোলনে সামিল হতে হাসপাতাল চত্বরে যাওয়ার পর রীতিমত বাধ্য হয়ে সেখান থেকে বেরিয়ে যেতে হয় শুভঙ্করকে।

চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের নিগ্রহকে কেন্দ্র করে শুক্রবার রাত থেকে উত্তপ্ত কামারহাটির সাগর দত্ত হাসপাতাল। শুক্রবার রাতে সেখানে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে আত্মীয়েরা হাসপাতালের চার তলায় উঠে ডাক্তার, নার্সদের আক্রমণ করেন বলে অভিযোগ। হাসপাতালে ভাঙচুর চালানো হয়। তাই শুক্রবার রাত থেকেই হাসপাতালের জুনিয়র ডাক্তারেরা কর্মবিরতি পালন করছেন। এদিন সেই আন্দোলনে দলবল নিয়ে হাজির হন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। কিন্তু তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন জুনিয়র ডাক্তারেরা। জুনিয়র ডাক্তারদের অভিযোগ, “রাজনৈতিক রং লাগাতেই এসেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। তাই তাঁকে উদ্দেশ করে ‘গো ব্যাক’ স্লোগান দিয়েছি আমরা। এই মঞ্চ ব্যবহার করে কোনও রাজনীতি চলবে না।”

ডাক্তারদের ‘গো ব্যাক’ স্লোগানের মুখে পড়ে মুখ বাঁচাতে শুভঙ্কর বলেন, “ওঁরা আমাদের গো ব্যাক বলেননি। আমি গিয়ে জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলেছি। ঝান্ডা না নিয়ে আসার জন্য ওঁরা আমাদের ধন্যবাদ জানিয়েছেন। কিন্তু বলেছেন, যে হেতু আমাদের রাজনৈতিক পরিচয় আছে, তাই আন্দোলন থেকে দূরে থাকতে। আমরাও চাই না এই আন্দোলনে রাজনৈতিক রং লাগুক।”









Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version