Monday, November 10, 2025

খুদে পড়ুয়াদের রং-তুলিতে মহানগরীর ক্যানভাসে ফুটে উঠলো সুন্দরবনের জীবনযাত্রা!

Date:

বিবেকানন্দ সংঘ (Vivekananda Sangha) এবং অনু চৌধুরী মেমোরিয়াল এডুকেশনাল ফাউন্ডেশনের (Anu Chowdhury Memorial Educational Foundation) উদ্যোগে সুন্দরবনের সারল্য, সহনশীলতা এবং সৌন্দর্যকে উদযাপন করতে এক অভূতপূর্ব চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হলো কলকাতার এক পাঁচতারা হোটেলে। ছোটদের শিল্পচর্চায় উদযাপিত অরণ্য সুন্দরীর জীবনযাত্রা। রং তুলির ছোঁয়ায় বিবেকানন্দ আদর্শ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আঁকা ছবি প্রদর্শনীর নাম দেওয়া হয় ‘চিলড্রেন অফ দ্য সুন্দরবন’ (Children of Sundarbans)।

গত ২৮ সেপ্টেম্বর মহানগরীর পাঁচতারা হোটেলে পাঁচ থেকে পনেরো বছর বয়সী শিশুদের নাচ, গান ও কবিতা পরিবেশনায় সুন্দরবনের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে দেখার সুযোগ পেলেন বিশিষ্টরা। শুধু যে খুদে পড়ুয়াদের রং তুলির ক্যানভাস ছিল তাই নয়, পাশাপাশি শিল্পী গৌরব রায়ের তোলা সাদা-কালো বহু ছবিও প্রদর্শিত হয়। মনোজ্ঞ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডঃ অ্যান্ড্রু ফ্লেমিং, পূর্ব ও উত্তর পূর্ব ভারতে ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা।

অনুষ্ঠানে তাজবেঙ্গল কলকাতার জেনারেল ম্যানেজার অর্ণব চট্টোপাধ্যায় এই পড়ুয়াদের উৎসাহ জোগানোর পাশাপাশি এই উদ্যোগকেও সমর্থন জানান।ফাউন্ডেশনের সভাপতি জয়কৃষ্ণ হালদার এবং সেক্রেটারি অধ্যাপক উজ্জ্বল অনু চৌধুরী এই প্রদর্শনীর সাংস্কৃতিক ও সামাজিক গুরুত্বের উপর জোর দেন।


 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version