Tuesday, November 4, 2025

নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর, পর্যালোচনায় যোগ সব জেলাশাসক-পুলিশ সুপারদের

Date:

ফের পর্যালোচনা বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। স্বাস্থ্য পরিষেবায় নিরাপত্তা সংক্রান্ত যে সব পদক্ষেপের নির্দেশ রাজ্যের সব জেলা ও স্বাস্থ্যক্ষেত্রে দেওয়া হয়েছিল, তার পরিস্থিতি কেমন তা নিয়ে পর্যালোচনার জন্য জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করবেন তিনি। সেই সঙ্গে রাজ্যের ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়েও পর্যালোচনা করবেন মুখ্যমন্ত্রী।

গত ২৬ সেপ্টেম্বর জেলা প্রশাসন, পুলিশ ও স্বাস্থ্য দফতরের সব পর্যায়ের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী (chief minister)। সেখানেই হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রের নিরাপত্তায় নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সেই সংক্রান্ত পদক্ষেপ ও তার বাস্তবায়ন কতদূর তা নিয়ে পর্যালোচনায় ডাকা হয়েছে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের।

এরই মধ্যে সাগর দত্ত মেডিক্যাল কলেজে (Sagar Dutta Medical COllege) চিকিৎসক ও নার্সদের উপর রোগীর আত্মীয়দের হামলার ঘটনায় ফের নিরাপত্তা নিয়ে সরব হয়েছেন জুনিয়র চিকিৎসকরা। ফের কর্মবিরতির পথে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা। রবিবার আবার ন্যাশানাল মেডিক্যাল কলেজে (National Medical College) রোগীর আত্মীয়দের মদ্যপ অবস্থায় হামলার অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তাতেই সবথেকে বেশি নজর রাজ্যের মুখ্যমন্ত্রীর।

রবিবার উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি তদারকিতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবারই তিনি ফিরবেন কলকাতায়। গোটা রাজ্য এই মুহূর্তে বন্যা পরিস্থিতির (flood situation) সঙ্গে লড়াইতেই ব্যস্ত। হাজার হাজার ঘরছাড়া মানুষের পাশে থাকতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। কলকাতা ফিরেই নবান্ন (Nabanna) থেকে পর্যালোচনা বৈঠকে বন্যা নিয়েও নির্দেশে জেলাগুলির সঙ্গে আলোচনার সম্ভাবনা মুখ্যমন্ত্রীর।

Related articles

পাখির চোখ মহিলা ভোটব্যাঙ্ক: ক্ষমতায় এলে ৩০ হাজার টাকার আর্থিক সহায়তার প্রতিশ্রুতি তেজস্বীর

পথিকৃত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর মস্তিষ্কপ্রসূত লক্ষ্মীর ভাণ্ডার বিভিন্ন ভাবে দিচ্ছে দেশের অন্যান্য কয়েকটি রাজ্যের...

প্রয়াণ দিবসে সুব্রতকে স্মরণ, দীর্ঘদিনের সৈনিককে শ্রদ্ধার্ঘ্য অভিষেকের

দক্ষ প্রশাসক, বর্ষীয়ান নেতা সুব্রত মুখোপাধ্যায়ের( Subrata Mukharjee) আজ প্রয়াণ দিবস। তাঁর প্রয়াণ দিবসে উল্লেখযোগ্য রাজনৈতিক ব্যক্তিত্ব ও...

শতবর্ষে ঋত্বিক, কিংবদন্তি পরিচালককে শ্রদ্ধার্ঘ্য অভিষেকের

শতবর্ষে বিশিষ্ট চিত্র পরিচালক ঋত্বিক ঘটক(Ritwik Ghatak)। কিংবদন্তি পরিচালকের জন্মশতবর্ষে নিজের সোশ্যাল হ্যান্ডেলে তাঁকে শ্রদ্ধা জানালেন তৃণমূল কংগ্রেসের...

ধাক্কা খেল বিশ্ব হিন্দু পরিষদ! দিঘার জগন্নাথ ‘ধাম’ নিয়ে জনস্বার্থ মামলা খারিজ হাই কোর্টে

দিঘার জগন্নাথ ‘ধাম’ নিয়ে জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয়...
Exit mobile version