Saturday, August 23, 2025

চা বাগানে রাজনৈতিক ইন্ধনের চেষ্টা: লেবার কমিশনারকে সমাধানের নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

কর্মনাশা বনধের সংস্কৃতি শেষ করে সমস্যার সমাধানে আলোচনাই যে শ্রেষ্ঠ পথ, তৃণমূল সরকারের আমলে বারবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তা প্রমাণ করেছেন। সোমবার পাহাড়ের চা শ্রমিকরা (tea labours) কর্মবিরতির ডাক দিলেও রাজ্য প্রশাসন যে তা সমর্থন করে না তা স্পষ্টভাবে বলে দিলেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে লেবার কমিশনারের (Labour Commissioner) সঙ্গে বৈঠকেই সমাধান সূত্র মিলবে বলে আশ্বাস দিলেন তিনি। ইতিমধ্যেই রাজ্যের শ্রম দফতরকে নবান্ন থেকে চা শ্রমিকদের সমস্যা সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে।

আগেও চা শ্রমিকদের সমস্যায় বারবার রাজ্য সরকার তথা রাজ্য শ্রম দফতরের চেষ্টায় সমাধান মিলেছে। যে পুজোর বোনাস নিয়ে পাহাড়ের চা শ্রমিকরা মালিক পক্ষের বিরুদ্ধে কর্মবিরতির ডাক দিয়েছেন, সেই বোনাস নিয়ে তরাই-ডুয়ার্সে কোনও সমস্যাই এবছর হয়নি। এপ্রসঙ্গে ইতিবাচক মত পোষণ করে মুখ্যমন্ত্রী সোমবার আশ্বাস দেন, “আমি এই বিষয়ে হস্তক্ষেপ করতে পারি না। লেবার কমিশনার ওদের সঙ্গে বসে ঠিক করবে। কেউ কেউ রাজনৈতিকভাবে এটাকে ব্যহত করার চেষ্টা করছে। লেবার কমিশনার চেষ্টা করছে। তরাই-ডুয়ার্স (Terrai-Dooars) হয়ে গিয়েছে। পাহাড়টা আমি আশা করছি হয়ে যাবে।”

পাহাড়ে ত্রিপাক্ষিক বৈঠক (tripartite meeting)  চারবার হওয়ার পরেও বোনাস সমস্যার সুরাহা হয়নি। এরপরই সোমবার কর্মবিরতি ডাকেন চা শ্রমিকরা। তবে সমস্যা যে দ্রুত সমাধান হবে তা নিয়ে আশাবাদী মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে রাজ্যের সরকার বনধ সমর্থন করে না বলে তিনি জানান, “আমি কোনও বনধ সমর্থন করি না। চা শ্রমিকদের দাবি, সেটা ওদের ত্রিপাক্ষিক বৈঠক চলছে। লেবার কমিশনার (Labour Commissioner) এসেছেন। তাঁরা সিদ্ধান্ত নেবেন।”

সোমবার পাহাড়ের চা বাগানগুলিতে কাজ বন্ধ থাকার পরই নবান্ন থেকে বার্তা যায় উত্তরে। শ্রম দফতরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে কথা বলেন মুখ্যসচিব। সেই বার্তার পরেই লেবার কমিশনার চা শ্রমিক ও মালিক পক্ষের সঙ্গে ফের সমাধান সূত্রের খোঁজে বৈঠকের প্রক্রিয়া শুরু করেন।

Related articles

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...
Exit mobile version