Saturday, May 3, 2025

দেশের সর্বোচ্চ আদালত যে কোনওভাবেই কফির দোকানের মতো আড্ডাখানা হতে পারে না, ফের একবার স্মরণ করিয়ে দিলেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় (CJI D Y Chandrachud)। আদালতে শুনানি চলাকালীন ‘ইয়েস’ (yes) না বলে ‘ইয়াহ’ (yah) বলায় আইনজীবীকে প্রধান বিচারপতির কড়া ধমকের মুখে পড়তে হল সোমবার সুপ্রিম কোর্টে।

আর জি করের (R G Kar case) শুনানি চলাকালীন বিজেপির আইনজীবী কৌস্তভ বাগচি আচমকাই সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতির এজলাসে চিৎকার করে উঠেছিলেন। প্রধান বিচারপতি তাঁকে কড়া ধমক দিয়েছিলেন। এমনকি পরবর্তী শুনানির দিন শুনানির শুরুতে আদালতের লাইভ স্ট্রিমিংয়ের (live streaming) থেকে প্রচার পাওয়ার চেষ্টা থেকে বিরত থাকার বার্তা দিয়েছিলেন। এবার প্রধান বিচারপতির ধমকের মুখে আরেক আইনজীবী।

২০১৮ সালের একটি মামলায় বিবাদী পক্ষ হিসাবে প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নাম যুক্ত করার আবেদন করা হয়। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সংবিধানের (Constitution of India) ৩২ নম্বর ধারা তুলে ধরে নাম যুক্ত করা থেকে আইনজীবীকে বিরত থাকার নির্দেশ দেন। উত্তরে যুক্তি দেখাতে গিয়ে আইনজীবী বার বার ‘ইয়াহ’ কথাটির উল্লেখ করেন। তাতেই ক্ষুব্ধ হন প্রধান বিচারপতি।

সুপ্রিম কোর্টের গাম্ভীর্যকে স্মরণ করিয়ে প্রধান বিচারপতি উল্লেখ করেন, “ইয়াহ (yah) ইয়াহ ইয়াহ বলবেন না। বলুন ইয়েস। এটা কফির দোকান (coffee shop) নয়। এটা একটা আদালত। যাঁরা ইয়াহ বলেন তাঁদের প্রতি আমার একটু অ্যালার্জি (allergy) রয়েছে।”

Related articles

বেলগাছিয়ায় ভাগাড় ধসে নিকাশি বিপর্যয়, যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু কেএমডিএ-র 

হাওড়ার বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ডে মার্চের শেষের দিকে ঘটে যাওয়া ধসের পর পার্শ্ববর্তী ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে...

ইস্তফা দেওয়ার পরই বিস্ফোরক টুটু

মোহনবাগানের নির্বাচনে(Mohunbagan Election) সৃঞ্জয় বোসের(Srinjoy Bose) হয়েই এবার প্রচারে টুটু বোস(Tutu Bose)। পরিবারে ভাঙনের অভিযোগ থেকে লোভ, মোহন...

নাবালিকাকে ধর্ষণের অভিযোগ! অভিযুক্তকে ২০ বছরের কারাদণ্ড দিল জলপাইগুড়ি আদালত 

নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এক যুবককে ২০ বছরের কঠোর কারাদণ্ড দিল জলপাইগুড়ির বিশেষ পকসো আদালত। শনিবার এই রায় ঘোষণা...

দিলীপ ঘোষকে কালো পতাকা দেখিয়ে অভ্যাস! দলবদলু বিজেপি নেতাদের তীব্র খোঁচা প্রাক্তন রাজ্য সভাপতির

দিলীপ ঘোষকে কালো পতাকা দেখিয়ে অভ্যাস। দলবদলু বিজেপি নেতারা এখনও সেই অভ্যাস ছাড়তে পারেননি। দিঘার জন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটনে...
Exit mobile version