Friday, December 19, 2025

দাদাসাহেব ফালকে পাচ্ছেন মিঠুন চক্রবর্তী, ঘোষণা মন্ত্রকের

Date:

Share post:

চলচ্চিত্র জগতে অবদানের জন্য মিঠুন চক্রবর্তীকে (Mithun Chakraborty) দাদাসাহেব ফালকে (Dadasaheb Phalke) সম্মানে ভূষিত করার ঘোষণা কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের (Ministry of Information and Broadcasting)। ৮ অক্টোবর বাংলার মহাগুরুর হাতে এই সম্মান তুলে দেওয়ার ঘোষণা করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের (Ashwini Vaishnaw)।

১৯৭৬ সালে চলচ্চিত্র জগতে জীবন শুরু করার পরে ফিরে তাকাতে হয়নি মেগাস্টার মিঠুনকে। অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্রে নাচের ক্ষেত্রেও মিঠুনের বলিষ্ঠ অবদান সর্বজনবিদিত। আগেই পদ্ম সম্মানে (Padmasree) ভূষিত হয়েছিলেন মিঠুন চক্রবর্তী। তবে এবার প্রতিভার স্বীকৃতি হিসাবে দেশের চলচ্চিত্র জগতের সর্বোচ্চ সম্মান পেতে চলেছেন ডিস্কো ডান্সার।

তাঁর সম্মান পাওয়ার ঘোষণা হওয়ার পর প্রতিক্রিয়ায় মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) জানান, “আমি না তো হাসতে পারছি, না খুশি তে চোখের জল ফেলতে পারছি। আমার প্রতিক্রিয়া দেওয়ার ভাষা নেই। কলকাতার যে অন্ধগলি, ফুটপাথ খেকে লড়াই করে আমি উঠে এসেছি, সেই ছেলেটিকে এই সম্মান পাওয়া আমি কল্পনা করতে পারি না। শুধু বলতে পারি, আমি এই সম্মান আমার পরিবার ও আমার ভক্তদের উৎসর্গ করতে চাই।”

দেশের চলচ্চিত্র ক্ষেত্রে সর্বোচ্চ সম্মান পাওয়ার পরও যাতে মিঠুন চক্রবর্তী প্রণব মুখোপাধ্যায় (Pranab Mukherjee) ও মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অবদান না ভুলে যান, সেকথা উল্লেখ করেন প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, “শিল্পী মিঠুনদাকে অভিনন্দন। শুধু অনুরোধ, দীর্ঘ উপেক্ষার পর আপনাকে ‘পদ্মশ্রী’ (Padmasree) দিতে প্রণব মুখোপাধ্যায়ের চিঠি ও চেষ্টার দিনগুলো এবং সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের আপনাকে স্বীকৃতি দিয়ে রাজ্যসভায় (Rajyasabha) পাঠানোটা ভুলে যাবেন না।”

spot_img

Related articles

মহাপ্রভুর অন্তর্ধান রহস্যের উত্তর মিলবে কি! প্রকাশ্যে ‘লহ গৌরাঙ্গের নাম রে’-র ট্রেলার

সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় পরিকল্পনা শুরু বছর ছয়েক আগেই, মাঝে বহু বিতর্ক - সমালোচনা, অবশেষে মুক্তি পেল বহু প্রতীক্ষিত সৃজিত মুখোপাধ্যায়ের...

নির্বাচনের আগে ‘পূর্বপরিকল্পিত’ হিংসা ইউনূস সরকারের: দাবি আওয়ামি লীগ প্রাক্তন মন্ত্রীর

দুমাস পরে দেশে নির্বাচন। তার আগে ভয়ঙ্কর হিংসার আগুনে পুড়ছে বাংলাদেশ। এই পরিস্থিতিতে গোটা ঘটনাকে ক্ষমতায় টিকে থাকতে...

বর্ষসেরা মহিলা সাংসদের পুরস্কার দোলা সেনকে, দেশ-রাজ্যবাসীকে ধন্যবাদ আপ্লুত তৃণমূল সাংসদের

সেরা মহিলা সাংসদের সম্মান পেলেন তৃণমূলের (TMC) রাজ্যসভার সাংসদ দোলা সেন (Dola Sen)। প্রতিটি বিভাগে সংসদের উভয় কক্ষ...

আইএসএল আয়োজনে উদ্যোগী ক্লাব জোট রূপরেখা পাঠাল দিল্লিতে, ব্যতিক্রমী ইস্টবেঙ্গল

আইএসএল করার রূপরেখা তৈরি করে  কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক ও সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে  চিঠি পাঠাল আইএসএলের(ISL) ১২ ক্লাবের সম্মিলিত জোট। ...