Sunday, August 24, 2025

‘দাদাসাহেব ফালকে’ পেয়ে মিঠুন ভাসলেন শুভেচ্ছায়, অভিনন্দন জানিয়েও অতীত স্মরণ করালেন কুণাল

Date:

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। এক্স হ্যান্ডেলে পোস্ট করে এই খবর জানিয়েছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সুখবর পেয়ে ডিস্কো ডান্সারকে অভিনন্দনে ভরিয়ে দিচ্ছেন নেতা থেকে অভিনেতা। এ দিন নিজের এক্স হ্যান্ডেলে (X-Handle) পোস্ট করে তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ (Kunal Ghosh) শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা ‘মিঠুনদাকে’। পাশাপাশি, মিঠুনকে অতীত স্মরণ করান তিনি।২০১৪ সালে প্রকাশ্যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেছিলেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। পাশাপাশি স্বীকার করেছিলেন,পদ্মশ্রীর জন্য তাঁর নাম প্রস্তাব করেছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। মিঠুনকে যাতে পদ্মশ্রী দেওয়া হয়, তার জন্য চিঠিও লিখেছিলেন প্রণব মুখোপাধ্যায়। এবং তাঁকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) রাজ্যসভায় পাঠিয়ে যেই স্বীকৃতি দিয়েছিলেন, সেই বিষয়টিকেই এদিন তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিঠুনকে আরও একবার স্মরণ করিয়ে দেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “মিঠুন চক্রবর্তী দাদাসাহেব ফালকে।
শিল্পী মিঠুনদাকে অভিনন্দন। শুধু অনুরোধ, দীর্ঘ উপেক্ষার পর আপনাকে ‘পদ্মশ্রী’ দিতে প্রণব মুখোপাধ্যায়ের চিঠি ও চেষ্টার দিনগুলো এবং সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে স্বীকৃতি দিয়ে রাজ্যসভায় পাঠানোটা ভুলে যাবেন না। শুধু অনুরোধ, দীর্ঘ উপেক্ষার পর আপনার পদ্মশ্রীর জন্য প্রয়াত প্রণব মুখোপাধ্যায়ের চিঠি ও চেষ্টার দিনগুলো এবং সেইসঙ্গে মমতাদির আপনাকে রাজ্যসভায় পাঠিয়ে স্বীকৃতিদান ভুলে যাবেন না।”

মিঠুনের (Mithun Chakraborty) এই পুরস্কারের জন্য শুভেচ্ছা জানিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়, ঋতুপর্ণা সেনগুপ্ত থেকে পরমব্রত চট্টোপাধ্যায়-সহ আরও অনেকে। প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায় জানিয়েছেন, “আমি ব্যক্তিগত ভাবে মিঠুন চক্রবর্তীর বিশাল বড় ফ্যান।” অভিনেত্রী ঋতুপর্ণা বললেন, “খুব আনন্দ হচ্ছে। এই পুরস্কার, এই সম্মান মিঠুনদার প্রাপ্য।” পরমব্রতের কথায়, “যেদিন থেকে সিনেমা বুঝতে শিখেছি, জ্ঞান হয়েছে দাদার কাজ দেখেছি। উনি এখনও সেই একই উদ্যম নিয়েই কাজ করেন।”









Related articles

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...
Exit mobile version