Friday, August 22, 2025

ইরান-যাত্রা নিয়ে চিঠি মোহনবাগানের, ২ অক্টোবর ট্র্যাক্টর এসসি-র বিরুদ্ধে ম্যাচ বাগানের

Date:

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-র গ্রুপ পর্বে ট্র্যাক্টর এসসি বনাম মোহনবাগান সুপার জায়ান্টের খেলা নিয়ে ধোঁয়াশা অব্যাহত। ২ অক্টোবর সেখানে ট্র্যাক্টর এসসি-র বিরুদ্ধে ম্যাচ। তার আগে অশান্ত ইরান। ভয়াবহ যুদ্ধের পরিস্থিতি। পশ্চিম এশিয়ার দেশটিতে গিয়ে মোহনবাগানের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর ম্যাচ খেলতে যাওয়ার কথা ছিল। ২ অক্টোবর সেখানে ট্র্যাক্টর এসসি-র বিরুদ্ধে ম্যাচ। বেঙ্গালুরু ম্যাচ খেলেই রবিবার তেহরান উড়ে যাওয়ার কথা ছিল মনবীর সিংদের। দলের সবার ভিসাও হয়ে গিয়েছিল। কিন্তু শনিবার রাতে ইরানের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এই পরিস্থিতিতে নিরাপত্তার অভাববোধ করে মোহনবাগান চিঠি দেয় এএফসি এবং ভারতের বিদেশমন্ত্রককে।

চিঠিতে মোহনবাগান অনুরোধ করে, বর্তমান পরিস্থিতিতে নিরপেক্ষ ভেনুতে ম্যাচ দেওয়ার জন্য। কিন্তু ইরানে ম্যাচ হলে নিরাপত্তার আশ্বাস না পেলে সেখানে দল পাঠাবে না তারা। তবে ম্যাচ না খেললে এএফসি বা ফিফার শৃঙ্খলারক্ষা কমিটির বড় শাস্তির মুখে পড়তে পারে মোহনবাগান। গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মহলে চিঠি চালাচালির পর মোহনবাগান সিদ্ধান্ত নিয়েছে, সোমবার সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করবে তারা। এর মধ্যে ইরানে নিরাপত্তার আশ্বাস পেলে তবেই ট্র্যাক্টর এসসি-র বিরুদ্ধে ম্যাচ খেলতে যাবে মোহনবাগান। ক্লাব যে ইরানে গিয়ে ম্যাচ খেলতে চায় সেটাও এএফসি-কে জানিয়েছে ম্যানেজমেন্ট। হোটেল বুকিং ও ফুটবলারদের টিকিট বাবদ প্রায় ৫০ লক্ষ টাকা খরচও হয়ে গিয়েছে মোহনবাগানের। কিন্তু শনিবার রাত থেকে ইরানে যুদ্ধের পরিস্থিতি তৈরি হওয়ায় নিরাপত্তার অভাববোধ করে দল। তাই বেঙ্গালুরু থেকে কোচ, ফুটবলারদের ফিরিয়ে নেওয়া হয় কলকাতায়। নতুন করে টিকিট বুকিং করে ফুটবলারদের শহরে ফিরতেও সমস্যা হয়। সোমবার বিকেলে কলকাতায় অনুশীলন করবেন দিমিত্রি, কামিন্সরা। নিরাপত্তার আশ্বাস পেলে মঙ্গলবার সকালে দল ইরান রওনা হবে।

আরও পড়ুন- ইস্টবেঙ্গল এফসির কোচের পদ থেকে পদত্যাগ কার্লোস কুয়াদ্রাতের

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version