আরজি কর কাণ্ডের প্রতিবাদে চিকিৎসকদের মিছিলের অনুমতি দিল আদালত। আগামী ২ অক্টোবর, মহালয়ার দিন কলেজ স্কোয়ার থেকে রবীন্দ্রসদন পর্যন্ত মিছিলের অনুমতি দিলেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। বিকাল ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত মিছিলে অনুমতি দেওয়া হয়েছে। শর্ত হিসাবে বলা হয়েছে, পর্যাপ্ত স্বেচ্ছাসেবক রাখতে হবে মিছিলের সময়। রাজ্যের আইনজীবী বলেন, মিছিলে অংশগ্রহণকারীদের সংখ্যা স্পষ্ট করে বলুক চিকিৎসকদের সংগঠন। যদিও, চিকিৎসকদের আইনজীবী বলেন, আমরা আমাদের সদস্যদের সংখ্যা বলতে পারি, কিন্তু সাধারণ মানুষ যদি যোগ দেন সেই সংখ্যা আমাদের পক্ষে বলা সম্ভব নয়।
বিচারপতি রাজ্যের কাছে জানতে চান, যদি এই মিছিলে ১০ লাখ সাধারণ নাগরিক শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাতে স্বতস্ফূর্তভাবে যোগ দেন তাহলে কী তারা প্রতিবাদ জানাতে পারবেন না ? এটা তো তাঁদের সাংবিধানিক অধিকার। তার বক্তব্য, যে এলাকায় ১৪৪ ধারা নেই, সেই এলাকায় বহু মানুষ বেরিয়ে এসে প্রতিবাদ জানাতে শুরু করলেন। রাজ্য কী ট্রাফিকের কারণ দেখিয়ে প্রতিবাদ জানাতে বারণ করতে পারে? রাজ্যের এডভোকেট জেনারেলকে বিচারপতি বলেন, আমি এবং আপনি দুজনেই এখানে ছোটবেলা থেকে আছি। দুর্গাপুজোর সময় লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামেন। ৪৫-৫০ বছর ধরে পুলিশ দক্ষতার সঙ্গে সবটা নিয়ন্ত্রণ করছে। মানুষ শান্তিপূর্ণ ভাবে প্রতিবাদ করুক, পুলিশও নিয়ন্ত্রণ করুক। গোটা শহরে ১৪৪ ধারা জারি করে দিন, তাহলে আর কোথাও মিটিং মিছিল হবে না।
বিচারপতি আরও বলেন, যারা দুর্গাপুজো করেন তারা জানেন না যে কত দর্শক আসতে পারেন। গত বছর আমি সুরুচি সংঘে গিয়েছিলাম। হাজার হাজার মানুষ যান, পুলিশ এবং স্বেচ্ছাসেবক থাকেন। পুলিশ খুব সুন্দর করে নিয়ন্ত্রণ করেন।এর প্রত্যুত্তরে চিকিৎসকদের আইনজীবী বলেন, পুলিশকে দায়িত্ব নিতে হবে না।