Thursday, December 25, 2025

বন্যা মোকাবিলায় বিজেপিশাসিত রাজ্যের তুলনায় নামমাত্র আর্থিক সাহায্য বাংলাকে

Date:

Share post:

প্রয়োজন লক্ষ কোটির। আর তার পরিবর্তে বন্যা মোকাবিলায় রাজ্যকে মাত্র ৪৬৮ কোটি টাকা ঠেকেই দায় সারল কেন্দ্রের মোদি সরকার (Modi Government)। বন্যা (Flood) মোকাবিলায় মঙ্গলবার ১৪টি রাজ্যকে বন্যা টাকা পাঠিয়েছে কেন্দ্র। দক্ষিণে ডিভিসির ছাড়া জলে বানভাসি। উত্তরে নেপালের কোশি নদীর জলে প্লাবন। প্রাথমিক অনুমানেই ক্ষয়ক্ষতি পরিমাণ কমপক্ষে এক লক্ষ কোটি টাকা। সেখানে বাংলাকে দেওয়া হয়েছে মাত্র ৪৬৮ কোটি টাকা। বন্যা পরিস্থিতিতেও আর্থিক সাহায্যের নামে প্রতিহিংসার রাজনীতি করতে চাইছে কেন্দ্রের বিজেপি সরকার।

পশ্চিমবঙ্গ ছাড়াও আরও ১৩টি রাজ্যকে আর্থিক সাহায্য করা হয়েছে। সবমিলিয়ে ১৪টি রাজ্যের জন্য ৫৮৫৮.৬০ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এই সিদ্ধান্তের কথা এক্স হ্যান্ডলে জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অন্যান্য রাজ্যগুলিকে সাহায্যের সঙ্গে যাতে খাতায়-কলমে বাংলাকেও দেখানো যায়, সেইজন্যই এই নামমাত্র অনুদান। প্রাকৃতিক বিপর্যয়ে বিজেপিশাসিত রাজ্যগুলিতে পৌঁছচ্ছে মোটা অঙ্কের আর্থিক সাহায্য। মহারাষ্ট্রের জন্য বরাদ্দ ১৪৯২ কোটি টাকা। আবার বিজেপির নয়া শরিক অন্ধ্রপ্রদেশকেও পাঠানো হয়েছে ১০৩৬ কোটি টাকা। অথচ বাংলা জুড়ে বন্যা পরিস্থিতি হওয়া সত্ত্বেও রাজ্যের জন্য পাঠানো হয়েছে মাত্র ৪৬৮ কোটি টাকা। খুব শীঘ্রই নাকি আইএমসিটি বিহার ও পশ্চিমবঙ্গে পরিস্থিতি খতিয়ে দেখতে আসবে। তাদের রিপোর্ট পাওয়ার পর প্রক্রিয়া মেনে NDRF থেকে আরও আর্থিক সাহায্য করা হবে বলে এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে। অর্থাৎ আর একটা ছুতোয় রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠাতে চাইছে মোদি সরকার। বন্যা পরিস্থিতি যেটা চোখে দেখা যাচ্ছে, সমস্ত সংবাদ মাধ্যমে তার ছবি বেরোচ্ছে- সেটা খতিয়ে দেখার জন্যেও কেন্দ্রীয় দল পাঠাতে হচ্ছে বিজেপি সরকারকে। এটা সাহায্যের নামে নাটক বলেই মত রাজনৈতিক মহলের।

আরও পড়ুন- বাংলাদেশকে হারিয়ে কী বললেন ভারত অধিনায়ক রোহিত শর্মা?

 

 

 

 

spot_img

Related articles

বেঙ্গল সুপার লিগ: উত্তর ২৪ পরগনাকে হারিয়ে জয়ে ফিরল ব্যারেটোর দল

জমজমাট  শ্রাচি আয়োজিত বেঙ্গল সুপার লিগ(Bengal Super League)। বড়দিনের দুপুরেও ছিল লিগের ম্যাচ। কল্যাণী স্টেডিয়ামে হাওড়া হুগলি ওয়ারিওর্সের(Howrah-Hooghly...

কেন্দ্রের প্রকল্পকে তোয়াক্কা নয়: বাংলা জুড়ে সবুজ বিল্পব

বাংলায় বিজেপির নেতারা যখন কেন্দ্রীয় প্রকল্প বাংলায় লাগু না করার জন্য প্রতিবাদে সামিল হচ্ছেন, তখন পরিসংখ্যানই বলে দিচ্ছে...

সাহিত্য অকাদেমিতেও ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা বিজেপির! দমদম বইমেলার মঞ্চে সুর চড়ালেন ব্রাত্য

রাজনীতি থেকে সাহিত্য; সর্বত্র নিজেদের আধিপত্য কায়েম করতে চাইছে বিজেপি। বৃহস্পতিবার দমদম বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ ভাবেই গেরুয়া...

কোথায় পুলিশ: অসমে খ্রিস্টান স্কুলে হামলায় সরব সংগঠন, মোদিকে প্রশ্ন তৃণমূলের

বিজেপি শাসিত ওড়িশা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উত্তরপ্রদেশের পর এবার অসম। উগ্রহিন্দুত্ববাদীদের হামলার শিকার খ্রিস্টান (Christian) সম্প্রদায়ের মানুষ। বজরং দলের...