প্রয়োজন লক্ষ কোটির। আর তার পরিবর্তে বন্যা মোকাবিলায় রাজ্যকে মাত্র ৪৬৮ কোটি টাকা ঠেকেই দায় সারল কেন্দ্রের মোদি সরকার (Modi Government)। বন্যা (Flood) মোকাবিলায় মঙ্গলবার ১৪টি রাজ্যকে বন্যা টাকা পাঠিয়েছে কেন্দ্র। দক্ষিণে ডিভিসির ছাড়া জলে বানভাসি। উত্তরে নেপালের কোশি নদীর জলে প্লাবন। প্রাথমিক অনুমানেই ক্ষয়ক্ষতি পরিমাণ কমপক্ষে এক লক্ষ কোটি টাকা। সেখানে বাংলাকে দেওয়া হয়েছে মাত্র ৪৬৮ কোটি টাকা। বন্যা পরিস্থিতিতেও আর্থিক সাহায্যের নামে প্রতিহিংসার রাজনীতি করতে চাইছে কেন্দ্রের বিজেপি সরকার।

পশ্চিমবঙ্গ ছাড়াও আরও ১৩টি রাজ্যকে আর্থিক সাহায্য করা হয়েছে। সবমিলিয়ে ১৪টি রাজ্যের জন্য ৫৮৫৮.৬০ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এই সিদ্ধান্তের কথা এক্স হ্যান্ডলে জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অন্যান্য রাজ্যগুলিকে সাহায্যের সঙ্গে যাতে খাতায়-কলমে বাংলাকেও দেখানো যায়, সেইজন্যই এই নামমাত্র অনুদান। প্রাকৃতিক বিপর্যয়ে বিজেপিশাসিত রাজ্যগুলিতে পৌঁছচ্ছে মোটা অঙ্কের আর্থিক সাহায্য। মহারাষ্ট্রের জন্য বরাদ্দ ১৪৯২ কোটি টাকা। আবার বিজেপির নয়া শরিক অন্ধ্রপ্রদেশকেও পাঠানো হয়েছে ১০৩৬ কোটি টাকা। অথচ বাংলা জুড়ে বন্যা পরিস্থিতি হওয়া সত্ত্বেও রাজ্যের জন্য পাঠানো হয়েছে মাত্র ৪৬৮ কোটি টাকা। খুব শীঘ্রই নাকি আইএমসিটি বিহার ও পশ্চিমবঙ্গে পরিস্থিতি খতিয়ে দেখতে আসবে। তাদের রিপোর্ট পাওয়ার পর প্রক্রিয়া মেনে NDRF থেকে আরও আর্থিক সাহায্য করা হবে বলে এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে। অর্থাৎ আর একটা ছুতোয় রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠাতে চাইছে মোদি সরকার। বন্যা পরিস্থিতি যেটা চোখে দেখা যাচ্ছে, সমস্ত সংবাদ মাধ্যমে তার ছবি বেরোচ্ছে- সেটা খতিয়ে দেখার জন্যেও কেন্দ্রীয় দল পাঠাতে হচ্ছে বিজেপি সরকারকে। এটা সাহায্যের নামে নাটক বলেই মত রাজনৈতিক মহলের।

আরও পড়ুন- বাংলাদেশকে হারিয়ে কী বললেন ভারত অধিনায়ক রোহিত শর্মা?
