এ কী! কী হল হঠাৎ! অভিনেতা-সাংসদ দীপক অধিকারী তথা দেব (Dev) আর তৃণমূলের (TMC) রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ (Kunal Ghosh) স্যোশাল মিডিয়ায় সরাসরি একে অপরকে ‘চ্যালেঞ্জ’ জানাচ্ছেন। কারণ কী? কোনও রাজনৈতিক বিষয় নিয়ে মতানৈক্য? এবার কি তাহলে সম্মুখ-সমরে নামছেন তাঁরা। বৃহস্পতিবার, কী হবে? প্রবল কৌতুহল সমাজ মাধ্যমে।
দেখা হোক ♠️ @KunalGhoshAgain pic.twitter.com/wFkfikpO6m
— Dev (@idevadhikari) October 1, 2024
এর পরেই তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ “বৃহস্পতিবার দেবকে দেখে নেব“ বলে পোস্টার পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, দেখা যাবে। খেলা হবে।
দেখা যাবে। খেলা হবে। https://t.co/VrLxy3Pmyo pic.twitter.com/gIQfAAU7jo
— Kunal Ghosh (@KunalGhoshAgain) October 1, 2024