Wednesday, November 12, 2025

‘কুইসেক’ এককে জল মাপলেন দীপ্সিতা! চরম ট্রোলিং সমাজমাধ্যমে

Date:

‘শিক্ষিত’ বামনেত্রীর মুখে এ কী কথা! জল মাপার একক কীনা “কুইসেক”। দীপ্সিতা ধরের (Dipsita Dhar) মন্তব্যের পর চরম ট্রোলিং শুরু স্যোশাল মিডিয়ায়। ডিভিসির (DVC) ছাড়া জলে ‘ম্যান মেড বন্যা’ রাজ্যে। হুগলির বিস্তীর্ণ এলাকা জলমগ্ন, চরম দুর্গতি সাধারণ মানুষের। ত্রাণের কাজ চলছে জোরকদমে। সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় এলাকা পরিদর্শনে গিয়ে ভুলবশত ডিভিসি থেকে জল ছাড়া প্রসঙ্গে বলেছিলেন, “কুইন্টাল কুইন্টাল জল ছেড়েছে।” যা নিয়ে কটাক্ষ শুরু করে বিরোধীরা। এবার রচনাকে বিঁধতে গিয়ে নিজেই চরম ভুল উচ্চারণ করে বিপাকে তথাকথিত ‘শিক্ষিত’ বাম যুবনেত্রী। তিনি কী না বললেন জলের একক ‘কুইসেক’!

দামোদর ভ্যালি কর্পোরেশনের ছাড়া জলে যেভাবে মানুষকে সমস্যায় পড়তে হয়েছে সেখানে সবার আগে অসহায় মানুষের কাছে পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক হাঁটু জলে নেমে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন থেকে পরিস্থিতির দিকে কড়া নজর রেখেছেন তিনি। হুগলির আরামবাগ, খানাকুলের জল এখনও নামেনি। এই অবস্থায় এলাকার মানুষ তৃণমূল সাংসদকে পাশে পেয়ে আশার আলো দেখছেন। আর উল্টোদিকে শুরু হয়েছে বাম- রামের কটাক্ষ। এবার কমরেড দীপ্সিতার বক্তব্যে সমাজমাধ্যমে শুরু চরম ট্রোলিং। রচনা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে দীপ্সিতা বলেন, “কুইন্টাল কুইন্টাল চাল মাপতে যারা ব্যস্ত থাকেন, তাঁরা জল পরিমাপের যে ইউনিট কুইসেক…”। ব্যাস এরপর এই কুইসেককে কেন্দ্র করেই সোশাল মিডিয়ায় ট্রোলের শিকার দীপ্সিতা। যে দল নিজেদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে গর্ব অনুভব করে সেই দলের যুবনেত্রীর শিক্ষার জ্ঞান যে কতটা তা ‘কুইসেক’ মন্তব্যেই স্পষ্ট।

 

Related articles

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...

ভারতকে সমীহ টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নদের, স্পিন অস্ত্রেই জোর প্রোটিয়াদের

বর্তমানে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন(WTC) দক্ষিণ আফ্রিকা(South Africa)। কিন্তু ভারতে এসে গম্ভীরের দলকে হারানো যে কঠিন বিলক্ষণ জানে প্রোটিয়ারা।ভারতকে...

২০০৯-এ ডিলিমিটেশন হলে ২০০২-এর ভোটার তালিকা ধরে কেন SIR, কমিশনের সিদ্ধান্তে প্রশ্ন কল্যাণের 

নির্বাচন কমিশনের একের পর এক সিদ্ধান্তকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বুধবার...
Exit mobile version