Thursday, August 21, 2025

কলকাতায় সাইক্যাক্সিস ট্রাস্টের বার্ষিক অনুষ্ঠান, অ্যাপে বুকিংয়ের সুযোগ

Date:

গত ২৯ সেপ্টেম্বর কলকাতার রবীন্দ্র ওকাকুরা ভবনে অনুষ্ঠিত হল সাইক্যাক্সিস ট্রাস্টের বার্ষিক অনুষ্ঠান। প্রতিষ্ঠানের সম্পাদক ডা: স্বপ্ননীল বোস জানালেন, মানসিক সাহায্যের জন্য প্রস্তুত হওয়া সাইক্যাক্সিস অ্যাপ ১ নভেম্বর থেকে সারা ভারতের জন্য উন্মুক্ত হয়ে যাবে l এই অ্যাপের মাধ্যমে সারা ভারত থেকে যে কোনও মানসিক সমস্যার জন্য অনলাইনে বা অফলাইন কলস্যাল্টেশান বুক করা যাবেl মূলত সাইকোলজিক্যাল কাউন্সেলার, সাইকোলজিস্ট এবং সাইক্রিয়াটিস্টদের একটি দল এই পরিষেবা দেবে l শুধু তাই নয় এই অ্যাপের মাধ্যমে, বিভিন্ন বিষয়ের উপর ওয়ার্কশপ করার সুযোগ রয়েছে যা শুধু সাইকোলজির স্টুডেন্ট নয় সাধারণ মানুষের কাছেও সাইকোলজিক্যাল সমস্যার নানা সমাধান সূত্র সঠিক ভাবে পৌঁছে দেবে l

এই অ্যাপের মাধ্যমে সাইকোলজিক্যাল স্টুডেন্টরা সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে ইন্টার্নশিপ বুক করারও সুযোগ পাবে। ওই অনুষ্ঠানে ব্রেস্ট ক্যান্সার নিয়েও একটি জনসচেতনতা মূলক আলোচনা করেন ডা: অভিষেক বসু l তিনি নতুন ক্যান্সারের ওষুধ এবং তার ব্যবহার নিয়েও চর্চা করেন। দুজন ক্যান্সার সারভাইভার পেশেন্ট তাদের মানসিক ও শারীরিক লড়াই এর কথা সকলের সামনে তুলে ধরেন lএই অনুষ্ঠানে আর একটি আকর্ষন ছিল একটি সাইকোলজিক্যাল সিনেমা “রূপকথা”র আনুষ্ঠানিক ঘোষণা l এই সিনেমাটির কাহিনী , চিত্রনাট্য ও পরিচালনা করবেন ডা : স্বপ্ননীল বোস, উপস্থিত ছিলেন অভিনেতা সৌমিত্র বসু, সুমিতা বসু, পৌলমী কুন্ডু , বিতান সাহা, প্রীতা মজুমদার, স্টাইলিস্ট ও ফ্যাশান ডিজাইনার শ্রেয়া গুপ্ত, পোস্টার উন্মোচন করেন আর জে রোহিত l

সাংস্কৃতিক অনুষ্ঠান :-
১) আবৃত্তি কৃষ্ণা, আবৃত্তি :- মৌতুলী মূখার্জী, নাচ:- স্বাগতা ঘোষ
২) মহিসাষুর মর্দ্দিনী
ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাপস চ্যাটার্জী (MLA Rajarhat , Newtown), আরাত্রিকা ভট্টাচার্য্য ( councilor Rajarhat), প্রফেসর ড: মল্লিকা ব্যানার্জী, Adv স্নেহাশীষ মূখার্জী ( supreme court), ডা: অমিতাভ দে, ডা: শ্রী কৃষ্ণ মণ্ডল (HOD , Radio therapy , NRS) , উৎসব মহারাজ ( Adyapith ), সুজয় চন্দা ( Ex IPS), প্রসেনজিত চ্যাটার্জী (মিডিয়া মার্কেটিং), প্রফেসর ড: সুমনা দত্ত, ডা: সোহম পালুই, ডা: অশোক কোণার, প্রফেসর ড: সুস্মিতা হালদার, প্রফেসর ড: আকাশ মাহাতো সহ বিশিষ্টরা।









Related articles

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...

এশিয়া কাপে খেললেও, ভারত-পাকিস্তানের মধ্যে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়

পাকিস্তানের সঙ্গে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়। এবার সাফ জানিয়ে দিল ভারত সরকার। এশিয়া (Asia Cup) কাপে ভারত-পাকিস্তান (India-Pakistan)...

পুজোয় প্রাইম টাইমে ৪ বাংলা ছবি, স্ক্রিনিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত: জানালেন পিয়া

সিনে প্রেমীদের জন্য সুখবর। এই বছর পুজোয় চারটি বাংলা ছবি (Bengali Film) মুক্তি পেতে চলেছে। প্রথম বৈঠকের পরে...

স্বাস্থ্য-জীবনবিমা থেকে GST প্রত্যাহারের প্রস্তাব, মন্ত্রিগোষ্ঠীর কাছে পাঠাল কেন্দ্র 

অবশেষে স্বাস্থ্য ও জীবন বিমায় প্রিমিয়ামের উপর ১৮ শতাংশ জিএসটি পুরোপুরি প্রত্যাহারের প্রস্তাব পাঠাল কেন্দ্র। জিএসটি সংক্রান্ত মন্ত্রীগোষ্ঠীর...
Exit mobile version