Wednesday, December 17, 2025

হাসপাতালগুলির নিরাপত্তা খতিয়ে দেখতে বিশেষ দল গঠন রাজ্যের, কমিটির শীর্ষে প্রাক্তন ডিজি

Date:

রাজ্যের মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলির নিরাপত্তা পুঙ্খানুপুঙ্খ ভাবে খতিয়ে দেখতে প্রতিশ্রুতি মাফিক বিশেষ দল গঠন করল রাজ্য সরকার। রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি সুরজিৎ কর পুরকায়স্থকে মাথায় রেখে ৭ সদস্যের বিশেষ সিকিওরিটি অডিট কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও সাত সদস্যের ওই কমিটিতে থাকছেন যুগ্ম কমিশনার কর্নেল নভেন্দর পাল সিং, ডিআইজি জয় বিশ্বাস, ডেপুটি কমিশনার পুষ্পা, তাপস মাইতি, সৌম্য ভট্টাচার্য ও খালিদ কায়জার। নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে খতিয়ে দেখে দলটিকে রাজ্য সরকারের কাছে দ্রুত রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এই কমিটি প্রত্যেক মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নিরাপত্তা ফের একদফা খতিয়ে দেখবে বলে সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিপজ্জনক যায়গাগুলিকে চিহ্নিত করে প্রশিক্ষণপ্রাপ্ত নিরাপত্তাকর্মী মোতায়েন করা হবে। চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি রোগী ও তাদের পরিজনেনদের সুরক্ষা ও নিরাপত্তায় যাবতীয় ব্যবস্থা খতিয়ে দেখা হবে। যাতে তাঁরা হাসপাতাল চত্বরে নিজেদের সুরক্ষিত রাখতে পারেন তার জন্য় সবরকম ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন- রাস্তা আটকে মন্দির- দরগা নয়, সাফ জানাল শীর্ষ আদালত

কলকাতার ৫টি মেডিক্যাল কলেজের পাশাপাশি জেলার ২৩টি মেডিক্যাল কলেজের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার জন্য জেলাশাসকের নেতৃত্বে অনুরূপ কমিটি গড়ার কথাও জানানো হয়েছে। সেই কমিটিতে জেলা পুলিশ সুপার, জেলা মুখ্য স্বাস্থ্য অধিকর্তা এবং জেলার মেডিক্যাল কলেজগুলির প্রিন্সিপাল ও উপাধ্যক্ষদের যুক্ত করা হবে।

 

Related articles

টাকা দিয়েও মিলবে না খাবার! কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীতে মধ্যরাতে বিক্ষোভে ছাত্রীরা

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় সরকারের আর্থিক জালিয়াতির অভিযোগ এবার ক্যান্টিনের খাবারে। টাকা নিয়েও ক্যান্টিনে (canteen) খাবার না দেওয়ার নিদান...

জল শক্তির টাকাই ‘রেডি নেই’ কেন্দ্রের! তৃণমূল প্রতিনিধিদের জানালেন ‘নিরুপায়’ মন্ত্রী

একের পর এক বিলে অনুমোদন। একের পর এক প্রকল্পের নামে গোটা দেশকে ঠকানো। বছর ঘুরতে না ঘুরতেই সেই...

অপূর্ব অভিজ্ঞতা: মেসির ভারত-ভিডিও-তে জায়গা কলকাতারও, নেই কোনও রাজনীতিক

অসমাপ্ত কনসার্ট। মাঠে আয়োজকদের চূড়ান্ত অব্যবস্থা। মাঠে ঢুকে তাণ্ডব দর্শকদের। এরপরেও লিওনেল মেসির ভারত সফরের উচ্ছ্বাসের ভিডিও-তে জায়গা...

CAA-তে কতজনকে নাগরিকত্ব? বিদ্বেষী বিজেপিকে তালিকা প্রকাশের চ্যালেঞ্জ অভিষেকের

নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়া কোনওভাবেই নাগরিকত্বের সঙ্গে যুক্ত নয়। বারবার জোর গলায় বিজেপি নেতারা এই কথাই বলেছেন। অথচ...
Exit mobile version