রাস্তা আটকে মন্দির- দরগা নয়, সাফ জানাল শীর্ষ আদালত

ধর্মনিরপেক্ষ ভারতে মানুষের নিরাপত্তা আর সুরক্ষার ঊর্ধে কিছু নয়। তাই রাস্তা আটকে থাকা মন্দির বা দরগাও যদি মানুষের জন্য সমস্যার কারণ হয় তাহলে তাকেও সরিয়ে ফেলতে হবে। সুপ্রিম শুনানিতে স্পষ্ট জানালো বিচারপতি বিআর গভাই ও বিচারপতি কেভি বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চ (Justice BR Gavai and Justice KV Viswanathan)। দেশের সর্বোচ্চ আদালতের (Supreme Court ) বক্তব্য, মানুষের কথা ভেবে জলাশয় কিংবা রেললাইন আটকে কোনও মন্দির, দরগা থাকলে তা সরিয়ে ফেলাই বাঞ্ছনীয়।

মঙ্গলবার বুলডোজ়ার অ্যাকশনের বিরোধিতায় দায়ের হওয়া মামলার শুনানিতে সুপ্রিম আদালত জানায় ভারতের মতো গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ দেশে জবরদখল করে থাকা কোনও পরিকাঠামো সরাতে বুলডোজ়ার অ্যাকশন নেওয়া হলে তা জাত-ধর্ম নির্বিশেষেই করা উচিত।সলিসিটর জেনারেল তুষার মেহতা এদিন বলেন একটি নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করে এই বুলডোজার নীতি প্রয়োগ করা হচ্ছে। তারই প্রেক্ষিতে বিচারপতিদের পর্যবেক্ষণ যে ধর্মনিরপেক্ষ দেশে জবরদখল নিয়ে পদক্ষেপ করতে হলে তা জাত- ধর্ম নির্বিশেষেই হওয়া উচিত। এরপরই আদালত জানায় গুরুদ্বার হোক, মন্দির কিংবা দরগা, যদি তা রাস্তা আটকে থাকে এবং সাধারণ মানুষের সমস্যার কারণ হয় তবে তা সরাতেই হবে।