Monday, August 25, 2025

শেষ দফার নির্বাচনেও ভোটদানের হার কম কাশ্মীরে, প্রথম ভোট বাল্মিকী সমাজের

Date:

মঙ্গলবার শান্তিপূর্ণভাবে নির্বাচন শুরু হল জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir)। এটিই শেষ দফার নির্বাচন। কমিশনের আশা গত দুবারের কম ভোটদানের হারকে ছাপিয়ে যাবে শেষ দফার নির্বাচন। জম্মু, উধমপুর, সাম্বা, কাঠুয়া জেলায় নির্বাচন হচ্ছে শেষ দফায়। সাম্বা ও কাঠুয়ায় সাম্প্রতিক নাশকতার ঘটনার কারণে জারি রয়েছে কড়া নিরাপত্তা। সকাল থেকেই ভোট দেওয়ার জন্য সাম্বা ও জম্মু এলাকায় ভোটারদের লম্বা লাইনও চোখে পড়ে।

শেষ দফার নির্বাচনে ৪০ কেন্দ্রে নির্বাচন হচ্ছে মঙ্গলবার। ভোট দেবেন ৩৯.১৮ লক্ষ মানুষ। এর মধ্যেই রয়েছেন পশ্চিম পাকিস্তানের (West Pakistan) বাল্মিকী সমাজের মানুষ। তাঁরা প্রথমবার নির্বাচনে অংশ নেবেন। ৪১৫ জন প্রার্থীর (candidate) ভাগ্য নির্ধারিত হবে। সেই কারণে ২০ হাজার ভোটকর্মী নিযুক্ত হয়েছেন শেষ দফার নির্বাচন সামলাতে।

প্রথম দফার নির্বাচনে ভোটদানের হার (poll percentage) ছিল ৬১.৩৮ শতাংশ। দ্বিতীয় দফায় ভোটদানের হার ৫৭.৩১ শতাংশ। তৃতীয় দফাতে সকাল সাতটাতেই শুরু হয় ভোট দান। তৃতীয় দফায় সকাল ৯টা পর্যন্ত ভোট দানের হার ১১.৬০ শতাংশ। বাল্মিকী সমাজের (Valmiki Samaj) মানুষ নির্বাচনে অংশ গ্রহণ করে জানান, অনেকটা খাঁচা থেকে মুক্ত হওয়ার মতো অনুভূতি তাঁদের।

শেষ দফার ভোটদানের আগে কাশ্মীরের মানুষকে শুভেচ্ছা জানান সব দলের রাজনীতিবিদরা। গণতন্ত্রকে সফল করতে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে মানুষকে বেরিয়ে এসে অনেক বেশি সংখ্যায় ভোটদানে অংশগ্রহণ করার আহ্বান জানান। এই দফাতেই সবথেকে বেশি আসনে নির্বাচন ভূস্বর্গে।

 

Related articles

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...
Exit mobile version