Saturday, November 15, 2025

শেষ দফার নির্বাচনেও ভোটদানের হার কম কাশ্মীরে, প্রথম ভোট বাল্মিকী সমাজের

Date:

মঙ্গলবার শান্তিপূর্ণভাবে নির্বাচন শুরু হল জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir)। এটিই শেষ দফার নির্বাচন। কমিশনের আশা গত দুবারের কম ভোটদানের হারকে ছাপিয়ে যাবে শেষ দফার নির্বাচন। জম্মু, উধমপুর, সাম্বা, কাঠুয়া জেলায় নির্বাচন হচ্ছে শেষ দফায়। সাম্বা ও কাঠুয়ায় সাম্প্রতিক নাশকতার ঘটনার কারণে জারি রয়েছে কড়া নিরাপত্তা। সকাল থেকেই ভোট দেওয়ার জন্য সাম্বা ও জম্মু এলাকায় ভোটারদের লম্বা লাইনও চোখে পড়ে।

শেষ দফার নির্বাচনে ৪০ কেন্দ্রে নির্বাচন হচ্ছে মঙ্গলবার। ভোট দেবেন ৩৯.১৮ লক্ষ মানুষ। এর মধ্যেই রয়েছেন পশ্চিম পাকিস্তানের (West Pakistan) বাল্মিকী সমাজের মানুষ। তাঁরা প্রথমবার নির্বাচনে অংশ নেবেন। ৪১৫ জন প্রার্থীর (candidate) ভাগ্য নির্ধারিত হবে। সেই কারণে ২০ হাজার ভোটকর্মী নিযুক্ত হয়েছেন শেষ দফার নির্বাচন সামলাতে।

প্রথম দফার নির্বাচনে ভোটদানের হার (poll percentage) ছিল ৬১.৩৮ শতাংশ। দ্বিতীয় দফায় ভোটদানের হার ৫৭.৩১ শতাংশ। তৃতীয় দফাতে সকাল সাতটাতেই শুরু হয় ভোট দান। তৃতীয় দফায় সকাল ৯টা পর্যন্ত ভোট দানের হার ১১.৬০ শতাংশ। বাল্মিকী সমাজের (Valmiki Samaj) মানুষ নির্বাচনে অংশ গ্রহণ করে জানান, অনেকটা খাঁচা থেকে মুক্ত হওয়ার মতো অনুভূতি তাঁদের।

শেষ দফার ভোটদানের আগে কাশ্মীরের মানুষকে শুভেচ্ছা জানান সব দলের রাজনীতিবিদরা। গণতন্ত্রকে সফল করতে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে মানুষকে বেরিয়ে এসে অনেক বেশি সংখ্যায় ভোটদানে অংশগ্রহণ করার আহ্বান জানান। এই দফাতেই সবথেকে বেশি আসনে নির্বাচন ভূস্বর্গে।

 

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version