Monday, November 17, 2025

গান্ধীজয়ন্তীতে বিভাজন ভুলে একতার পক্ষে সরব হওয়ার বার্তা অভিষেকের

Date:

দেশে মাথা চাড়া দিচ্ছে বিভেদকামী শক্তি। যার জেরে সাম্য- অহিংসা পদদলিত। গান্ধী জয়ন্তীতে তার আদর্শকে সামনে রেখে দেশ গঠনে সাম্যের বার্তা তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Bandyopadhyay)। মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানিয়ে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন অভিষেক। দেশের বর্তমান পরিস্থিতিতে গান্ধীর আদর্শকে সামনে রেখে ঐক্যের বার্তা দেন তিনি।

দেশে ধর্মের নামে, জাতের নামে বিভাজনের রাজনীতি করছে গেরুয়া শিবির। এর বিরুদ্ধে বরাবরই সরব তৃণমূলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সাম্যের পক্ষে লড়াই করেছিলেন মহাত্মা গান্ধী। তাঁর জন্মজয়ন্তীতে সেই আদর্শকে তুলে ধরে বিভেদকামী শক্তিকে সরিয়ে ঐক্য স্থাপনের পক্ষে সরব অভিষেক (Abhishek Bandyopadhyay)। নিজের এক্স হ্যান্ডেলে (X-Handle) তিনি লেখেন, “গান্ধী জয়ন্তীর পুণ্যলগ্নে, জাতির জনকের প্রতি শ্রদ্ধায় জানাই। মহাত্মা গান্ধী সত্য, অহিংসা ও সাম্যের পক্ষে ছিলেন। সেই নীতি আজ বিভেদকামী মানুষের কাছে পদদলিত।”

পাশাপাশি, এই দিনে গান্ধীজির নীতিকে সামনে রেখে দেশের ঐক্য প্রতিষ্ঠার আহ্বান জানান অভিষেক। তাঁর কথায়, “আজকের দিনে নীরব না থাকার অঙ্গীকার করি। যে নীতির পক্ষে গান্ধীজি দাঁড়িয়েছিলেন সেই ঐক্য ও সাম্যের নীতির পক্ষে দাঁড়াই।”


Related articles

এনুমারেশন ফর্ম পূরণে হেল্পলাইন চালু হাওড়ায়, সপ্তাহভর সাহায্য মিলবে ভোটারদের 

হাওড়া জেলা নির্বাচনী দফতর সোমবার থেকে শুরু করে ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণে সহায়তার জন্য দুইটি হেল্পলাইন চালু করেছে।...

স্ত্রীর পরকীয়া সন্দেহে প্রতিবেশীকে কাঁচি দিয়ে আঘাত স্বামীর, হাসপাতালে যুবক 

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক সন্দেহে প্রতিবেশী এক যুবককে কাঁচি দিয়ে এলোপাথাড়ি আঘাত করল পেশায় দর্জি শেখ শাহরুখ। ঘটনাটি ঘটেছে...

বাগুইআটিতে অ্যাপ ক্যাবে আকস্মিক আগুন, আতঙ্ক এলাকায় 

বাগুইআটি উড়ালপুলের নীচে সোমবার সন্ধ্যায় হঠাৎই আগুন ধরে যায় একটি অ্যাপ ক্যাবে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত...

শীর্ষ আদালতে এসএসসি–র জনস্বার্থ মামলা শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সঞ্জয় কুমার 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)–র নিয়োগ সংক্রান্ত নতুন জনস্বার্থ মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয়...
Exit mobile version