Thursday, August 21, 2025

পিতৃপক্ষের শেষ ভোরে ঘাটে ঘাটে তর্পণ, শারদীয়ার আগমনী কাউন্টডাউন বাংলায়

Date:

আজ মহালয়া (Mahalaya) । শাস্ত্র মতে আজই পিতৃপক্ষের অবসান। পুজো পুজো (Durga Puja festival mood) গন্ধ নিয়ে আশ্বিনের শারদ প্রাতে বাঙালির ঘুম ভেঙেছে বীরেনবাবুর উদাত্ত কণ্ঠে। এরপর ঘাটে ঘাটে চলছে তর্পণ। চলতি বছর ১ অক্টোবর (মঙ্গলবার)রাত ৯/৪/৪৯ মিনিট অমাবস্যা তিথি শুরু হয়েছে এবং থাকবে ২ অক্টোবর (বুধবার) রাত ১১/৫/৩৭ মিনিট পর্যন্ত। প্রতি বছরের মত এবারও ভোরের আলো ফোটার আগে থেকেই গঙ্গা তীরবর্তী মহানগরীর বিভিন্ন ঘাটে অসংখ্য মানুষের ভিড়। বাগবাজার ঘাট থেকে শুরু করে শোভাবাজার, আহিরীটোলা, বাবুঘাট সর্বত্রই চলছে পিতৃতর্পণ। পাশাপাশি কুমোরটুলি থেকে প্রতিমা পাড়ি দিচ্ছে মণ্ডপের দিকে। তাই সকাল থেকেই কলকাতার রাস্তায় যান নিয়ন্ত্রণ করছে পুলিশ (Kolkat Traffic Police)।

শাস্ত্রমতে মহালয়াতে দেবী দুর্গার চক্ষুদান করা হয়। মনে করা হয়, দুর্গাপুজোর সূচনা হয় এই উপচারের মাধ্যমেই। মহালয়া শব্দটির অর্থ, মহান আলয় বা আশ্রম। এক্ষেত্রে দেবী দুর্গাই হলেন, সেই মহান আলয়। মহালয়ার পরের দিন থেকে মাতৃপক্ষের সূচনা অর্থাৎ পুজোর পুরোদস্তুর কাউন্টডাউন শুরু। এরপর একে একে প্রতিপদ, দ্বিতীয়া ,তৃতীয়া, চতুর্থী পেরিয়ে মহাপঞ্চমীতে জমজমাট দুর্গোৎসব। নবরাত্রীর সূচনাও এদিন থেকেই দেবীপক্ষের প্রথম দিন থেকেই। এবছর মহালয়াতেই সূর্যগ্রহণ (Solar Eclipse) ফলে দিনটির জ্যোতিষ মাহাত্ম্য বেড়ে গেছে কয়েকগুণ। কোথাও শেষ মুহূর্তে প্যান্ডেল প্রস্তুতির তোড়জোড়, কোথাও আবার পটুয়া পাড়া থেকে প্রতিমা আনার জন্য পাড়ার পুজো কমিটির সদস্যদের মধ্যে বাড়তি ব্যস্ততা। শহরজুড়ে আজ শুধুই পুজোর মরসুম।

২০২৪ সালের দুর্গাপুজোর দিনক্ষণ

মহাষষ্ঠী – ৯ অক্টোবর, বুধবার

মহাসপ্তমী – ১০ অক্টোবর, বৃহস্পতিবার

মহাষ্টমী – ১১ অক্টোবর, শুক্রবার

মহানবমী ও দশমী – ১২ অক্টোবর, শনিবার

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version