Monday, November 3, 2025

জেলার ৩২০ পুজোর উদ্বোধন, সঙ্গে বানভাসি জেলার খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী

Date:

এবছরের দুর্গাপুজোয় প্রকৃতির কালো ছায়া। একসময় দুর্গাপুজোর কয়েকদিনও প্রকৃতির তাণ্ডবের সতর্কতা ছিল। তবে অবশেষে দুর্যোগের মেঘ কেটে গোটা বাংলাতেই রোদের দেখা মিলেছে। জলমগ্ন এলাকাগুলি থেকে জল নামাও শুরু হয়েছে। তাই দুর্গাপুজোর উদ্বোধনে সেই সব জেলা ও জেলার মানুষের জন্য দুশ্চিন্তাই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন জুড়ে রয়েছে, তা স্পষ্ট হল বুধবার বিকালেই। মুখ্যমন্ত্রী যেমন পুজো উদ্বোধন করলেন তেমনই খোঁজ নিলেন বন্যা দুর্গত জেলাগুলির।

মহালয়ার পুণ্যলগ্নে কলকাতার হাতিবাগানের পুজোর উদ্বোধনের মধ্যে দিয়ে এবছরের দুর্গোৎসবের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কলকাতার একাধিক পুজোর উদ্বোধনের পাশাপাশি উদ্বোধন করেন গোটা রাজ্যের বিভিন্ন জেলার ৩২০টি পুজোর। তবে কলকাতার সর্বত্রই পুজোর উদ্বোধনে গিয়ে তিনি সাধারণ মানুষকে বন্যা দুর্গতদের সাহায্যে এগিয়ে আসার বার্তা দেন। আনন্দের দিনে সমস্যায় পড়ে থাকা মানুষগুলিকে যেন ভুলে না যাওয়া হয়, সেই বার্তা দেন। এদিন হাতিবাগানের পাশাপাশি সেলিমপুর, বাবুবাগান, ৯৫-এর পল্লী, যোধপুর পার্ক সহ চেতলা অগ্রণী ক্লাবের পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

অন্যদিকে দক্ষিণে দক্ষিণ চব্বিশ পরগণা (South 24 Pargana) থেকে পশ্চিমে বীরভূম (Birbhum), উত্তরে দার্জিলিং (Darjeeling) জেলার পুজোও উদ্বোধন করেন তিনি। ভার্চুয়াল উদ্বোধনের সময় স্থানীয় বিধায়ক, জেলাশাসক, পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন। পশ্চিম মেদিনীপুরের পুজোগুলির উদ্বোধনের সময়ই বিহ্বল হয়ে পড়েন মুখ্যমন্ত্রী। ঘাটালে (Ghatal) যাঁরা বানভাসি অবস্থা কাটিয়ে পুজোর উদ্যোগ নিয়েছেন, তাঁদের অভিনন্দন জানান তিনি। একইভাবে পূর্ব বর্ধমানের পুজোর উদ্বোধনের সময় বানভাসি এলাকার খোঁজ নেন স্থানীয় বিধায়কদের কাছে।

দক্ষিণের বন্যায় ক্ষতিগ্রস্থ বাঁকুড়া, বীরভূমের খোঁজও নেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আবার উত্তরের নদীগুলির কারণে বিপর্যস্ত জেলাগুলির খোঁজ নিতে গিয়ে মন্ত্রী বুলুচিক বরাইককে (Bulu Chik Baraik) ব্যক্তিগতভাবে প্রশ্ন করে নেন হড়পা বান নিয়ে।

দুর্গোৎসবের সূচনায় জেলা প্রশাসন ও পুলিশের সঙ্গে পুজো উদ্যোক্তাদের একসঙ্গে কাজ করার বার্তা দেন মুখ্যমন্ত্রী। একদিকে নিরাপত্তার দিকটি নিশ্চিত করা, অন্যদিকে প্রশাসনের সঙ্গে সমন্বয় সাধনের বার্তা দেন তিনি। দুর্গোৎসবের সময়ে হিন্দিভাষীদের নবরাত্রির কথাও ভোলেননি মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁদেরকেও অগ্রিম শুভেচ্ছা জানান তিনি।

Related articles

বিদেশি বন্দি-মুক্তির দাবি! জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে 

রাজ্যে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকা সংশোধনীর কাজ বা এসআইআর। ঠিক এই সময়েই আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশের...

রাজ্যের প্রতিটি জেলায় খুলছে সোশ্যাল মিডিয়া ইউনিট, সিদ্ধান্ত মন্ত্রিসভার

রাজ্যের উন্নয়নের কর্মযজ্ঞ এবার আরও দ্রুত মানুষের কাছে পৌঁছবে সামাজিক মাধ্যমের মাধ্যমে। সেই লক্ষ্যেই প্রতিটি জেলায় পৃথক সোশ্যাল...

অস্ট্রেলিয়ায় রাত জেগে স্মৃতিদের বিশ্বকাপজয়ের সাক্ষী থাকলেন সূর্যরা

মুম্বইয়ে বিশ্বকাপ জিতে ইতিহাস সৃষ্টি করেছে ভারতীয় মহিলা দল(Indian women team)। গোটা দেশ সাক্ষী থেকেছে হরমনপ্রীতদের অবিস্মরণীয় কীর্তির।...

মধ্যমগ্রামের ট্রলি ব্যাগ কাণ্ডে যাবজ্জীবন সাজা মা ও মেয়ের 

হাড়হিম করা ট্রলি ব্যাগ খুন কাণ্ডের রায় ঘোষণা করল বারাসত আদালত। সোমবার সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের...
Exit mobile version