জাতির জনকের জন্মদিনে সহনশীলতার বার্তা বাংলার মুখ্যমন্ত্রীর 

মহাত্মা গান্ধীর ১৫৫-তম জন্মবার্ষিকীতে (Mahatma Gandhi birth anniversary) সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শ্রদ্ধা নিবেদন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পাশাপাশি নিজের পোস্টে অহিংসা আর সহনশীলতার বার্তাও দিলেন তিনি।

এদিন এক্স হ্যান্ডেলে মমতা (Mamata Banerjee) লেখেন,

“গান্ধী জয়ন্তী উপলক্ষে আমি জাতির পিতা মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানাই।

তাঁর অহিংসা, সত্য ও ঐক্যের শিক্ষা আমাদের প্রতিদিন অনুপ্রাণিত করে চলেছে। আসুন আমরা একটি ন্যায়সঙ্গত বৃহত্তর সমাজ গড়ার অঙ্গীকার করি যার মধ্যে ভারতের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হবে।

আমরা যেন সকলের জন্য অহিংসা এবং সহনশীলতার পথ অনুসরণ করতে পারি।

জয় হিন্দ!”