উৎসবের আমেজ শুরু না হতে হতেই বিষাদের সুর বাঁশদ্রোণীতে (Road Accident in Bansdroni)। মহালয়ার সকালে কোচিং সেন্টারে যাওয়ার পথে জেসিবির ধাক্কায় মৃত্যু এক পড়ুয়ার। দীনেশ নগরের (Dinesh Nagar) ১১৩ নাম্বার ওয়ার্ডের বাসিন্দা ওই ছাত্রের মৃত্যুর খবর জানাজানি হতেই পথ অবরোধ করে বিক্ষোভস্থ স্থানীয়দের।

এলাকার মানুষজন বলছেন যেখানে দুর্ঘটনা ঘটেছে সেখানে ক’দিন ধরে রাস্তায় ছাড়াই এর কাজ চলছিল। এই অবস্থায় অত্যন্ত দ্রুতগতিতে যাওয়ার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে জেসিবি ধাক্কা মারে ছাত্রকে। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। এরপরই এলাকায় শোরগোল পড়ে যায়, ঘাতক জেসিবি ভাঙচুর করেন স্থানীয়রা। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পুলিশ।
মহালয়ার মহানগরীতে পথ দুর্ঘটনা, বাঁশদ্রোণীতে জেসিবির চাকায় পিষ্ট ছাত্র!
