পিতৃপক্ষের অবসান আর দেবীপক্ষের মাহেন্দ্রক্ষণে মহালয়ার দুপুরে নজরুল মঞ্চে ‘জাগোবাংলা’ উৎসব সংখ্যা প্রকাশের সঙ্গেই উদ্বোধন হল মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় ও সুরে গানের অ্যালবাম ‘অঞ্জলি’র। মোট ১০টি গান রয়েছে এই অ্যালবামে।
এই প্রসঙ্গে ‘জাগোবাংলা’র সম্পাদক শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, এর যেমন রাজনৈতিক গুরুত্ব আছে তেমনি সাম্প্রতিক ঘটনাবলীর সঙ্গে যোগাযোগ রাখতে পারবেন। আমাদের পত্রিকার সঙ্গে যে কোনওভাবে যুক্ত হন। রাজ্যের দায়-দায়িত্ব সামলানোর পাশাপাশি সাহিত্য, সঙ্গীত, শিল্পে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ আগ্রহ রয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না।
প্রসঙ্গত, পুজোর আবহে বাঙালির গানের নস্টালজিয়া আজও চিরন্তন। এই দুই মিলে এবার দেবীপক্ষের সূচনায় প্রকাশিত হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়-সুরে বাংলার বিশিষ্ট শিল্পীদের কণ্ঠে গান।