Thursday, November 13, 2025

বাজারে চড়া দামে লাগাম টানতে শুক্রবার নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক

Date:

পুজোর আগে দ্রব্যমূল্য বৃদ্ধিতে লাগাম টানতে উচ্চপর্যায়ের বৈঠক রাজ্যের। শুক্রবার উচ্চ পর্যায়ের বৈঠক ডাকলেন মুখ্যসচিব মনোজ পন্থ। রাজ্য জুড়ে বিভিন্ন বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি (Increase in commodity prices) নিয়ন্ত্রণ করা কি সম্ভব হয়েছে? এখনও পর্যন্ত কোন কোন জিনিসের দাম ঊর্ধ্বমুখী? এই ধরণের বিভিন্ন বিষয় নিয়ে পর্যালোচনা করা হবে শুক্রবার মুখ্যসচিবের (Chief Secretary)ডাকা এই বৈঠকে। এমনটাই নবান্ন সূত্রে জানা গিয়েছে।শুক্রবার বৈঠকে কৃষি দফতরের আধিকারিকদের পাশাপাশি বিভিন্ন দফতরের সচিব, বিভিন্ন জেলার জেলাশাসক, টাস্ক ফোর্সের (Task Force)সদস্যদের উপস্থিত থাকার কথা।

প্রসঙ্গত, রাজ্য জুড়ে বন্যা পরিস্থিতিতে বাজার দর অগ্নিমূল্য! শাকসবজি কাঁচা আনাজ কিনতে গেলে হাতে ছ্যাঁকা খাচ্ছেন আমজনতা। কাঁচা লঙ্কা, পিয়াজের ইতিমধ্যেই ফের বাজারে দাম বৃদ্ধি হচ্ছে। দাম বাড়ছে বেগুনেরও। পুজোর আগে থেকেই বাজারে যাতে সব দ্রব্যের যোগান স্বাভাবিক থাকে, তা নিশ্চিত করা হবে আগামিকালের বৈঠকে বলেই সূত্রের খবর।ইতিমধ্যেই বাজারে বাজারে অভিযান শুরু হয়ে গিয়েছে। এবার এই নিয়ে বৈঠকে রাজ্যের মুখ্যসচিব।। স্বভাবতই তাৎপর্যপূর্ণ হতে চলেছে শুক্রবারের বৈঠক, এমনটাই সূত্রের খবর।

নবান্ন (Nabanna)সূত্রে জানা গিয়েছে, রাজ্যে পুজোর সময় যাতে সুফল বাংলাতে পর্যাপ্ত পরিমাণে সবজি থাকে তা নিশ্চিত করা হবে আগামিকাল নবান্নের বৈঠকে। পাশাপাশি বিভিন্ন বাজারের শাকসবজির দাম নিয়ে বিভিন্ন জেলার জেলাশাসকদের (District Magistrate) থেকে রিপোর্টও নেওয়া হবে বলে জানা গিয়েছে। অন্যদিকে বৈঠক করা হবে ব্যবসায়ী সংগঠনগুলির সঙ্গেও।









Related articles

লেন্স নয় সিনেমার আত্মাকে ধরতে পারে মিউজিক, KIFF আড্ডায় নস্টালজিক শান্তনু

সিনেমার ভাষায় সুরের প্রয়োজনীয়তা কতটা, নির্বাক অনুভূতিকে কতটা বাঙময় করে তুলতে পারে মিউজিক, এ প্রশ্ন চিরকালীন। ৩১ তম...

কুলদীপে আস্থা না অল-রাউন্ডারে ভরসা? ম্য়াচের আগের দিন মুখ খুললেন গিল

কলকাতা সফরে আসার পর থেকেই ঘূর্ণি পিচের আবদার শুরু করেছে ভারত। পরিস্থিতি যা তাতে গম্ভীরের সঙ্গে সংঘাতে যাচ্ছেন...

মুকুলের বিধায়ক পদ খারিজ করল কলকাতা হাই কোর্ট, কারণ কী!

দলত্যাগ বিরোধী আইনে মুকুল রায়ের (Mukul Ray) বিধায়ক পদ খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)।...

পুর নিয়োগ মামলায় এবার সুজিত বসুর স্ত্রী ও তাঁর পুত্র-কন্যাকে তলব ইডি-র

পুর নিয়োগ মামলার তদন্তে এবার রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুর (Sujit Basu) স্ত্রী ও তাঁর পুত্র-কন্যাকে তলব করল ইডি...
Exit mobile version