মামলার জট কাটলেই শিক্ষক নিয়োগ করা হবে বলে আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এবার পুজোর আগেই নিয়োগ প্রক্রিয়া শুরু করে দিল রাজ্য সরকার। বৃহস্পতিবার থেকে নিয়োগ প্রক্রিয়ার কাউন্সেলিং শুরু করতে চলেছে এসএসসি(SSC)। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানাল স্কুল সার্ভিস কমিশন। পুজোর আগেই ৩ এবং ৪ অক্টোবর কাউন্সেলিং হবে উচ্চ প্রাথমিকের। পুজোর পরে আরও তিন দফা কাউন্সেলিং হবে বলে বিজ্ঞপ্তিতে(Notice) জানানো হয়েছে।
মেধা তালিকা ঘোষণার এক মাসের মধ্যেই পাঁচ দফা কাউন্সেলিং(Counseling) সম্পন্ন করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। সকাল সাড়ে ১০টা থেকে আচার্যসদনে এই কাউন্সেলিং এর আয়োজন করা হয়েছে। পার্শ্ব শিক্ষকদের জন্য ১০ শতাংশ সংরক্ষিত আসন রয়েছে বলে জানানো হয়েছে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে।গত শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে এসএসসি জানিয়েছিল, বৃহস্পতিবার থেকে কাউন্সেলিং শুরু হবে। পুজোর আগে দু’দিন অর্থাৎ ৩ অক্টোবর ও ৪ অক্টোবর কাউন্সেলিং হবে। পুজোর পর ২৪ অক্টোবর, ২৫ অক্টোবর, ২৮ অক্টোবর ও ২৯ অক্টোবরও নিয়োগ কাউন্সেলিং হবে বিধাননগরে এসএসসি অফিসে।
কলকাতা হাইকোর্টের(Calcutta High Court) ডিভিশন বেঞ্চ গত ২৮ অগাস্ট স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দিয়েছিল, এক মাসের মধ্যে কাউন্সেলিংয়ে উচ্চ প্রাথমিকের ১৪ হাজার ৫২ জন প্রার্থীর মেধাতালিকা প্রকাশ করতে হবে। পরবর্তী এক মাসের মধ্যে নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করারও নির্দেশ দিয়েছে আদালত। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু(Bratya Basu) আগেই জানান, পুজোর আগেই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।