Monday, November 3, 2025

অলিম্পিক্সের সময় বিনেশকে ফোন প্রধানমন্ত্রীর, ধরেননি ভারতীয় কুস্তিগির

Date:

প্যারিস অলিম্পিক্সের সময় নাকি বিনেশ ফোগাটকে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু ফোন ধরেননি ভারতীয় কুস্তিগির। এক সাক্ষাৎকারে এমনটাই বললেন বিনেশ। প্যারিস অলিম্পিক্সে ১০০ গ্রাম ওজন বেশি হওয়াতে টুর্নামেন্টে থেকে বাতিল করা হয়েছিল বিনেশ ফোগাটকে। সেই কঠিন সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফোন করেছিলেন ভারতীয় তারকা কুস্তিগিরকে। কিন্তু তিনি ফোন ধরেননি। ঘটনার প্রায় দেড় মাস পর জানালেন বিনেশ নিজেই।

কুস্তি থেকে অবসর নিয়ে বিনেশ এখন রাজনীতির ময়দানে। হরিয়ানা বিধানসভা নির্বাচনে তিনি লড়ছেন। বিনেশের বক্তব্য, ‘‘প্রধানমন্ত্রী ফোন করলেও আমি ধরিনি। ওই ফোন সরাসরি আমার কাছে আসেনি। ভারতের যে সব কর্তারা অলিম্পিক্সে গিয়েছিলেন, তাঁরাই জানান প্রধানমন্ত্রী আমার সঙ্গে কথা বলতে চান। আমি কথা বলার জন্য তৈরি ছিলাম। কিন্তু আমাকে শর্ত দেওয়া হয়, আমার টিমের কেউ ফোনের সময় থাকতে পারবে না। বাইরের দু’জন ব্যক্তি থাকবেন। যাঁরা সোশ্যাল মিডিয়ার জন্য ফোনের কথাবার্তা রেকর্ড করবেন। নিজের আবেগ ও কঠোর পরিশ্রমকে সোশ্যাল মিডিয়াতে রসিকতার শিকার করতে চাইনি। তাই ফোন ধরতে অস্বীকার করি।

এরপর বিনেশ আরও বলেন, “ প্রধানমন্ত্রী যদি সত্যিই ক্রীড়াবিদদের ব্যাপারে ভাবতেন, তাহলে রেকর্ডিং ছাড়াই কথা বলতে রাজি হতেন। উনি হয়তো আন্দাজ করেছিলেন, আমাকে ফোন করলে গত দুটো বছরের প্রসঙ্গ উঠবে। তাই হয়তো আমার টিমের সদস্যদের রাখতে চাননি। তাহলে কথাবার্তার রেকর্ডিং সম্পাদনা করে সোশ্যাল মিডিয়াতে দিতে সুবিধা হত। অথচ আমার কাছে রেকর্ডিংয়ের কোনও সুযোগ ছিল না।“

আরও পড়ুন- Breakfast news: ব্রেকফাস্ট নিউজ


Related articles

মঙ্গলে মহামিছিল! নিজের লেখা-সুর দেওয়া গান পোস্ট করে আহ্বান তৃণমূল সভানেত্রীর

একজন বৈধ ভোটারের নাম বাদ গেলে তীব্র আন্দোলন হবে- জানিয়েছে রাজ্যের শাসকদল। কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্রের প্রতিবাদে মঙ্গলবার পথে...

একসাথে লড়াই হবে: শোভন-বৈশাখীকে স্বাগত অভিষেকের, পদ নিয়ে দলের ওয়ার্কিং কমিটিতে সিদ্ধান্ত

তৃণমূল ভবনে আনুষ্ঠিকভাবে দলে যোগ দিয়েই কালীঘাটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সঙ্গে দেখা করতে...

মেয়ে বিশ্বকাপজয়ী! আবেগে-চোখের জলে ভাষা হারিয়েছেন রিচার গর্বিত পিতা

সন্দীপ সুর বিশ্বকাপজয়ী মেয়ের জন্য গর্বিত পিতা। স্টেডিয়ামে বসেই সাক্ষী থেকেছেন মেয়ের বিশ্বকাপ জয়ের মুহুর্তের। সোমবার বিকেলেও যেন ঘোর...

প্রেরণা-র বইপ্রকাশে বেথুনের প্রাক্তনীর মিলনমেলা

কলকাতার (Kolkata) অ্যাগোরা স্পেসে ২রা নভেম্বর রবিবার আয়োজিত হলো প্রেরণা পাবলিশার্সের বইপ্রকাশ অনুষ্ঠান। এই প্রকাশনা সংস্থার এবারের আয়োজনে...
Exit mobile version