Monday, December 22, 2025

ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ফেব্রুয়ারিতেই ‘সুখবর’ শোনাবেন মুখ্যমন্ত্রী! ‘বিশ্ববাংলা সংবাদ’ -এ জানালেন দেব

Date:

Share post:

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর করার বিষয় নিয়ে এবার লোকসভা নির্বাচনে প্রার্থী হতে চাননি দুবারের সংসদ দীপক অধিকারী তথা দেব (Dev)। শেষ পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাসে এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ফের ঘাটালের প্রার্থী হয়ে জিতেছেন তিনি। বৃহস্পতিবার, ‘বিশ্ববাংলা সংবাদ’ -এ বিশিষ্ট সাংবাদিক তথা তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সংসদ কুণাল ঘোষকে একান্ত সাক্ষাৎকারে দেব জানালেন, ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজ এগোচ্ছে। আগামী ফেব্রুয়ারিতেই এই নিয়ে সুখবর শোনাবেন মুখ্যমন্ত্রী।

এদিন অকপট দেব জানান, দীর্ঘদিনের ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর করার কোনও সদিচ্ছে কেন্দ্রের নেই। সেই কারণেই 30 বছর ধরে পড়ে থেকেও বাস্তবের মুখ দেখেনি এই প্রকল্প। মেদিনীপুরের ভূমিপুত্র দেব। ছোটবেলা থেকেই জলমগ্ন ঘাটাল দেখেছেন। কিন্তু সাংসদ হওয়ার পরে তাঁর দিকে তাকিয়ে আছেন তাঁর লোকসভা এলাকার লোকজন। তাঁরা মনে করেন, দেবই পারবেন এই সমস্যার সমাধান করতে। অথচ এরপর দুবার সাংসদ হয়েও পূরণ করতে পারেননি তিনি। ফলে ২০২৪-এর লোকসভা নির্বাচনে আর প্রার্থী হতে চাননি। সে কথা স্পষ্ট জানিয়ে ছিলেন দলনেত্রীকে। দেবের কথায়, তাঁর মনোভাব জানতে পেরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক তাঁকে ডেকে পাঠান। দুজনের মধ্যে দীর্ঘ আলোচনা হয়। দেব স্পষ্ট জানান, মানুষের কাছে কথা রাখতে না পেরে তিনি কুণ্ঠিত। আর নির্বাচনের লড়তে চান না। এই মাস্টার প্ল্যান যদি রাজ্য সরকার করে? প্রশ্ন করেন অভিষেক। অবাক হয়ে যান দেব। এরপর মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, ঘাটাল মাস্টার প্ল্যান করবে রাজ্য সরকার। নির্বাচনে তৃণমূল প্রার্থী হিসেবে লড়তে রাজি হয়ে যান দেব।

জয়ের পর তিনি কি ভুলে গিয়েছেন এই মাস্টার প্ল্যানের কথা? দেব জানালেন, একেবারেই নয়। তিনি খোঁজ খবর রাখছেন। কাজ এগোচ্ছে। এটা একটা দীর্ঘ মেয়াদি প্রক্রিয়া। তুড়ি বাজিয়ে এর সমাধান হবে না, সময় লাগবে। তিনি বলেন, ”কাজ এগোচ্ছে। আশা করি, আগামী বছরের ফেব্রুয়ারি মাসে মুখ্যমন্ত্রী নিজে সুখবর দেবেন।”

তবে, একই সঙ্গে তৃণমূল সাংসদ জানান, একা কারও পক্ষেই এই কাজ সম্ভব নয়। মাস্টার প্ল্যানের জন্য বেশ কিছু জমি অধিগ্রহণ করতে হবে। সেই কাজে স্থানীয় মানুষের সহযোগিতা চেয়েছেন সাংসদ। কুণাল ঘোষ বলেন, এত বড় প্রকল্প বাস্তবায়ন সহজ কাজ নয়। সুতরাং মাস্টার প্ল্যান তৈরিতে দেবকে সহযোগিতা করতে হবে ঘাটালবাসীকেও।

 

spot_img

Related articles

হুলিগানদের যোদ্ধা তকমা ইউনূসের! ভারতের উপর হামলার নিন্দায় হাসিনা

দেশে যে শক্তি একসময় প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করেছিল, তারাই এখন ভারতীয় দূতাবাসে (Deputy High...

আজ নেতাজি ইন্ডোরে দলনেত্রী মমতা: বৈঠক বিএলএদের সঙ্গে

প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকা। প্রায় দু লক্ষ মানুষকে বিভিন্ন অসংগতির কারণে তথ্য যাচাই-এর শুনানিতে ডাকার সম্ভাবনা নির্বাচন...

নির্বাচনী বন্ড বন্ধের পরও অনুদান বিতর্ক, সরকারি তথ্যে বিজেপির দখলে ৮২ শতাংশ 

সুপ্রিম কোর্টের নির্দেশে নির্বাচনী বন্ড ব্যবস্থা বন্ধ হওয়ার পরও রাজনৈতিক অনুদান ঘিরে নতুন করে বিতর্ক দানা বাঁধল। সরকারি...

বিহার থেকে বিজেপি নেতাকে পাঠানো বাইক ঘিরে উত্তেজনা! প্রতিবাদে সরব তৃণমূল

বিধানসভা নির্বাচনের আগে বর্ধমান শহরে রাজনৈতিক উত্তেজনা বাড়িয়েছে বিহার থেকে ট্রেনে করে পাঠানো ৫৫টি মোটরসাইকেল। শনিবার বর্ধমান স্টেশনে...