Wednesday, August 27, 2025

ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ফেব্রুয়ারিতেই ‘সুখবর’ শোনাবেন মুখ্যমন্ত্রী! ‘বিশ্ববাংলা সংবাদ’ -এ জানালেন দেব

Date:

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর করার বিষয় নিয়ে এবার লোকসভা নির্বাচনে প্রার্থী হতে চাননি দুবারের সংসদ দীপক অধিকারী তথা দেব (Dev)। শেষ পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাসে এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ফের ঘাটালের প্রার্থী হয়ে জিতেছেন তিনি। বৃহস্পতিবার, ‘বিশ্ববাংলা সংবাদ’ -এ বিশিষ্ট সাংবাদিক তথা তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সংসদ কুণাল ঘোষকে একান্ত সাক্ষাৎকারে দেব জানালেন, ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজ এগোচ্ছে। আগামী ফেব্রুয়ারিতেই এই নিয়ে সুখবর শোনাবেন মুখ্যমন্ত্রী।

এদিন অকপট দেব জানান, দীর্ঘদিনের ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর করার কোনও সদিচ্ছে কেন্দ্রের নেই। সেই কারণেই 30 বছর ধরে পড়ে থেকেও বাস্তবের মুখ দেখেনি এই প্রকল্প। মেদিনীপুরের ভূমিপুত্র দেব। ছোটবেলা থেকেই জলমগ্ন ঘাটাল দেখেছেন। কিন্তু সাংসদ হওয়ার পরে তাঁর দিকে তাকিয়ে আছেন তাঁর লোকসভা এলাকার লোকজন। তাঁরা মনে করেন, দেবই পারবেন এই সমস্যার সমাধান করতে। অথচ এরপর দুবার সাংসদ হয়েও পূরণ করতে পারেননি তিনি। ফলে ২০২৪-এর লোকসভা নির্বাচনে আর প্রার্থী হতে চাননি। সে কথা স্পষ্ট জানিয়ে ছিলেন দলনেত্রীকে। দেবের কথায়, তাঁর মনোভাব জানতে পেরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক তাঁকে ডেকে পাঠান। দুজনের মধ্যে দীর্ঘ আলোচনা হয়। দেব স্পষ্ট জানান, মানুষের কাছে কথা রাখতে না পেরে তিনি কুণ্ঠিত। আর নির্বাচনের লড়তে চান না। এই মাস্টার প্ল্যান যদি রাজ্য সরকার করে? প্রশ্ন করেন অভিষেক। অবাক হয়ে যান দেব। এরপর মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, ঘাটাল মাস্টার প্ল্যান করবে রাজ্য সরকার। নির্বাচনে তৃণমূল প্রার্থী হিসেবে লড়তে রাজি হয়ে যান দেব।

জয়ের পর তিনি কি ভুলে গিয়েছেন এই মাস্টার প্ল্যানের কথা? দেব জানালেন, একেবারেই নয়। তিনি খোঁজ খবর রাখছেন। কাজ এগোচ্ছে। এটা একটা দীর্ঘ মেয়াদি প্রক্রিয়া। তুড়ি বাজিয়ে এর সমাধান হবে না, সময় লাগবে। তিনি বলেন, ”কাজ এগোচ্ছে। আশা করি, আগামী বছরের ফেব্রুয়ারি মাসে মুখ্যমন্ত্রী নিজে সুখবর দেবেন।”

তবে, একই সঙ্গে তৃণমূল সাংসদ জানান, একা কারও পক্ষেই এই কাজ সম্ভব নয়। মাস্টার প্ল্যানের জন্য বেশ কিছু জমি অধিগ্রহণ করতে হবে। সেই কাজে স্থানীয় মানুষের সহযোগিতা চেয়েছেন সাংসদ। কুণাল ঘোষ বলেন, এত বড় প্রকল্প বাস্তবায়ন সহজ কাজ নয়। সুতরাং মাস্টার প্ল্যান তৈরিতে দেবকে সহযোগিতা করতে হবে ঘাটালবাসীকেও।

 

Related articles

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...

মহারাজের বায়োপিকের তৎপরতা শুরু, আজ সৌরভের বাড়িতে রেইকি প্রোডাকশন টিমের

মহারাজের ফ্যানেদের অপেক্ষার অবসান, এবার মহানগরীর ময়দান থেকে অলিগলি, ইডেন থেকে বেহালা - পুরো কলকাতার শহর জুড়েই সৌরভ...

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...
Exit mobile version