Tuesday, November 11, 2025

শনিবার লাল-হলুদের সামনে জামশেদপুর, দল নিয়ে আশাবাদী বিনো

Date:

আগামি শনিবার আইএসএল-এর পরবর্তী ম্যাচে নামছে ইস্টবেঙ্গল এফসি। প্রতিপক্ষ জামশেদপুর এফসি। আইএসএল-এর টানা তিন ম্যাচে হারের পর , কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন কার্লোস কুয়াদ্রাত । অন্তর্বর্তী কোচ হিসাবে কাজ করছেন বিনো জর্জ। জামশেদপুরের আগে নামার আগে দল নিয়ে আশাবাদী বিনো।

জামশেদপুরের বিরুদ্ধে নামার আগে অনুশীলনে ফিরে স্বস্তি দিয়েছেন সাউল ক্রেসপো, তবে অস্বস্তি বাড়িয়েছেন দিমিত্রিয়স দিয়ামানতাকোস। চোট সারিয়ে ফিট না হওয়ায় দিমিকে ছাড়াই ইস্পাত নগরীতে খালিদ জামিলের জামশেদপুর এফসি-র বিরুদ্ধে খেলতে গেল ইস্টবেঙ্গল। তবে ডেঙ্গি থেকে সেরে উঠে দু’দিন পুরোদমে অনুশীলন করে বৃহস্পতিবার দলের সঙ্গেই জামশেদপুর গিয়েছেন স্প্যানিশ মিডফিল্ডার সাউল। তাঁকে প্রথম একাদশে রেখেই দল সাজাতে চান অন্তর্বর্তী কোচ বিনো জর্জ। কুয়াদ্রাত দায়িত্ব ছাড়ার পর বিনোর অধীনে আইএসএলে প্রথম ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল। এই ম্যাচের ফলের দিকে তাকিয়ে লাল-হলুদ সমর্থক থেকে ক্লাব ম্যানেজমেন্ট।

দিমিত্রিয়স ছাড়া মহম্মদ রাকিপও চোটের কারণে দলের সঙ্গে জামশেদপুর যাননি। তবে প্রভাত লাকরা গিয়েছেন। সাইড ব্যাকে তিনি খেলতে পারেন তাঁর পুরনো দলের বিরুদ্ধে। বুধবার অনুশীলনে হালকা চোট পেলেও হীরা মণ্ডল দলের সঙ্গে গিয়েছেন। উইং ব্যাক সমস্যায় হীরাকে স্কোয়াডে নিয়েছেন বিনো। বৃহস্পতিবার সকালে অনুশীলন করে ট্রেন সফর করে জামশেদপুর পৌঁছয় দল। অন্তর্বর্তী কোচ বিনো বললেন, ‘‘কার্লোস কুয়াদ্রাত ভিত গড়ে দিয়েছেন। একটা জয় আমাদের ছন্দ ফিরিয়ে দেবে। আমার কাজ, ছেলেদের উজ্জীবিত করে তাদের কাছ থেকে সেরাটা বের করে আনা্।“ নতুন বিদেশি হেড কোচ এখনও চূড়ান্ত করতে পারেনি ক্লাব। আলবার্তো রোকা ও অস্কার ব্রুজোনই এখন লাল-হলুদ ম্যানেজমেন্টের পছন্দের তালিকায় সবার আগে।

আরও পড়ুন- এবার আনোয়ারকে নিয়ে মুখ খুললেন সুনীল, বললেন বিতর্ক থেকে দূরে থাকতে


Related articles

বুকে সংক্রমণ: লীলাবতী হাসপাতালে ভর্তি করা হল প্রবীণ অভিনেতা প্রেম চোপড়াকে

বলিউডে সম্প্রতি যেন বিয়োগের গেরো। একদিকে ইন্ডাস্ট্রির হি-ম্যান ধর্মেন্দ্র সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। অন্যদিকে বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালে...

রাজধানীর নিরাপত্তায় এত খামতি! স্বরাষ্ট্র মন্ত্রককে তোপ অভিষেকের

রাজধানীর নিরাপত্তায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সেই রাজধানী দিল্লিতে প্রাণখুলে বাঁচতে চাওয়া মানুষকে নিরাপত্তা দেওয়া নিয়ে বারবার উঠেছে প্রশ্ন...

বিস্ফোরক ধরা পড়তেই তড়িঘড়ি প্ল্যান-বি! দিল্লি বিস্ফোরণে আত্মঘাতী হামলার তত্ত্বের সন্দেহ

ধীরগতিতে চলা আই-টোয়েন্টি গাড়ি। তার সূত্র ধরেই দিল্লি বিস্ফোরণের জট ছাড়ানোর চেষ্টায় দেশের একাধিক এজেন্সি। প্রায় ১০০টি সিসিটিভি...

ধর্মেন্দ্র প্রয়াত! সকাল থেকে মৃত্যুর খবরে ধন্দ, ‘মিথ্যা’ দাবি ইশা দেওলের

গুরুতর অসুস্থ ছিলেন। সোমবার তাঁকে ভেন্টিলেশনেও দেওয়া হয়েছিল। চোখের জল ফেলে হাসপাতালে বাবাকে দেখতে এসেছিলেন সানি দেওল (Sunny...
Exit mobile version