গরিব মানুষের সঙ্গে যেন অন্যায় না হয়: কেন বললেন দেব

আর জি কর কাণ্ডের প্রতিবাদ ও বিচারের দাবিতে লাগাতার একচল্লিশ দিন কর্মবিরতির পর ফের সাগর দত্ত হাসপাতালের ঘটনা নিয়ে কর্মবিরতি শুরু করেছেন জুনিয়র ডাক্তাররা। বন্যা পরিস্থিতি এবং দুর্গোৎসবের আবহে এই কর্মবিরতি কতটা যুক্তিযুক্ত? বৃহস্পতিবার, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেব বলেন, একটা অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে যেন আর একটা অন্যায় না হয়।

সাগর দত্তের ঘটনা ও আরজি কর কাণ্ডের প্রতিবাদ ১০ দফা দাবিতে গত মঙ্গলবার থেকে পূর্ণ কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা। উৎসবের দিনগুলিতে এই সিদ্ধান্তে চরম দুর্ভোগে গরিব মানুষ। সঙ্গে উত্তর থেকে দক্ষিণ বাংলাজুড়ে বন্যা পরিস্থিতি। এই পরিস্থিতিতে জুনিয়র ডাক্তারদের কর্ম বিরতি নিয়ে সরাসরি উত্তর দিতে না চাইলেও সাংসদ-অভিনেতা জানান, “একটা ন্যায় পাওয়ার জন্য আরেকটা অন্যায় যাতে না হয় সেদিকে জুনিয়র ডাক্তারদের নজর দেওয়া উচিৎ। মানুষ যেন পরিষেবা পায়। আমি বলব না যে তাঁরা প্রতিবাদ করবেন না। আমরা সবাই চাই অপরাধীরা শাস্তি পায়।”

চিকিৎসকদের উদ্দেশ্যে দেবের বার্তা, গরিব মানুষের কাছে চিকিৎসক হচ্ছেন ভগবান। যেমন মা দুর্গা তেমনি চিকিৎসক। কারণ দুজনের কাছেই তাঁরা ভালো থাকার, সুস্থ থাকার জন্য প্রার্থনা করেন। দেব কথায়, “ডাক্তাররা অনেক বেশি শিক্ষিত, অনেকটা বেশি বোঝেন। মানুষকে বাঁচানোর তাগিদ তাঁদের মধ্যে অনেক বেশি। মানুষ যেন পরিষেবা পায় সেদিকটা তাদের নজর দেওয়া উচিৎ। ডাক্তাররা মানুষের কাছে ভগবান। গরিব মানুষের সঙ্গে কোন অন্যায় না হয় সেই দিকে তাদের নজর দেওয়া উচিৎ।”

আরও পড়ুন- আমার ছবিকে প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করলে খারাপ লাগবে: সৃজিত-স্বতিকাকে কেন বললেন দেব!  Â