Wednesday, August 27, 2025

আর জি কর কাণ্ডের প্রতিবাদ ও বিচারের দাবিতে লাগাতার একচল্লিশ দিন কর্মবিরতির পর ফের সাগর দত্ত হাসপাতালের ঘটনা নিয়ে কর্মবিরতি শুরু করেছেন জুনিয়র ডাক্তাররা। বন্যা পরিস্থিতি এবং দুর্গোৎসবের আবহে এই কর্মবিরতি কতটা যুক্তিযুক্ত? বৃহস্পতিবার, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেব বলেন, একটা অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে যেন আর একটা অন্যায় না হয়।

সাগর দত্তের ঘটনা ও আরজি কর কাণ্ডের প্রতিবাদ ১০ দফা দাবিতে গত মঙ্গলবার থেকে পূর্ণ কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা। উৎসবের দিনগুলিতে এই সিদ্ধান্তে চরম দুর্ভোগে গরিব মানুষ। সঙ্গে উত্তর থেকে দক্ষিণ বাংলাজুড়ে বন্যা পরিস্থিতি। এই পরিস্থিতিতে জুনিয়র ডাক্তারদের কর্ম বিরতি নিয়ে সরাসরি উত্তর দিতে না চাইলেও সাংসদ-অভিনেতা জানান, “একটা ন্যায় পাওয়ার জন্য আরেকটা অন্যায় যাতে না হয় সেদিকে জুনিয়র ডাক্তারদের নজর দেওয়া উচিৎ। মানুষ যেন পরিষেবা পায়। আমি বলব না যে তাঁরা প্রতিবাদ করবেন না। আমরা সবাই চাই অপরাধীরা শাস্তি পায়।”

চিকিৎসকদের উদ্দেশ্যে দেবের বার্তা, গরিব মানুষের কাছে চিকিৎসক হচ্ছেন ভগবান। যেমন মা দুর্গা তেমনি চিকিৎসক। কারণ দুজনের কাছেই তাঁরা ভালো থাকার, সুস্থ থাকার জন্য প্রার্থনা করেন। দেব কথায়, “ডাক্তাররা অনেক বেশি শিক্ষিত, অনেকটা বেশি বোঝেন। মানুষকে বাঁচানোর তাগিদ তাঁদের মধ্যে অনেক বেশি। মানুষ যেন পরিষেবা পায় সেদিকটা তাদের নজর দেওয়া উচিৎ। ডাক্তাররা মানুষের কাছে ভগবান। গরিব মানুষের সঙ্গে কোন অন্যায় না হয় সেই দিকে তাদের নজর দেওয়া উচিৎ।”

আরও পড়ুন- আমার ছবিকে প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করলে খারাপ লাগবে: সৃজিত-স্বতিকাকে কেন বললেন দেব!   

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version