আজ শহরের একাধিক পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী

শুরু হয়েছে মাতৃপক্ষ। দুর্গাপূজার উৎসবে মেতেছে শহরবাসি। মহালয়া থেকেই পুজো উদ্বোধন করতে শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার হাতিবাগান সর্বজনীন, সেলিমপুর পল্লি, বাবুবাগান, যোধপুর পার্ক, চেতলা অগ্রণী, ৯৫ পল্লির পুজোর পাশাপাশি প্রায় জেলার প্রায় ৪০০ টি দুর্গাপুজোর উদ্বোধন করেছেন। আজ বড়িশা ক্লাব, বেহালা নূতন দল, অজেয় সংহতি, ৪১ পল্লি ক্লাবের পুজো উদ্বোধনের কথা রয়েছে।

মহালয়া থেকেই রাজপথে ঠাকুর দেখার ঢল চোখে পড়েছে। সতর্ক রয়েছে প্রশাসন। পুজোর দিনের ভিড় এড়াতে আগেভাগেই প্যান্ডেল হপিংয়ের যে ট্রেন্ড গত কয়েক বছরের সামনে এসেছে, এবারেও যে সেই ছবিটা এতটুকু বদলাচ্ছে না তা বেশ স্পষ্ট। আজ ভার্চুয়ালি জেলার বেশ কিছু পুজোও উদ্বোধন করবেন বাংলার মুখ্যমন্ত্রী।