Sunday, May 4, 2025

আরজি কর মেডিক্যাল কলেজের নির্যাতিতার নাম প্রকাশ করেছিলেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে ৷ সেই মামলায় নোটিশ ইস্যু করার জন্য রাজ্যকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এদিন মামলাটি দ্রুত শুনানির জন্য আবেদন করেন বর্ষীয়ান আইনজীবী মহেশ জেঠমালানি। তিনি জানান, হাইকোর্টে এই মামলার শুনানি করতে কোনও বাধা নেই বলে মত দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ তার পরেই প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম রাজ্যের কৌঁসুলিকে নোটিশ দেওয়ার নির্দেশ দেন। আগামী সোমবার শুনানির জন্য মামলাটি উঠবে।

প্রসঙ্গত, আরজি করের ঘটনায় কলকাতার পুলিশ কমিশনারকে সরিয়ে দেওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন মামলাকারী । রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বিনীত গোয়েলকে তাঁর পদ থেকে সরিয়ে দিয়েছেন । যদিও জনস্বার্থ মামলাকারীর আইনজীবীর দাবি, প্রাক্তন পুলিশ কমিশনারকে মুখ্যমন্ত্রী সরিয়ে দিয়ে আসলে পুরস্কৃত করেছেন । তাই তাঁর বিরুদ্ধে আদালত পদক্ষেপ করার নির্দেশ দিক ।

গত সোমবার সুপ্রিম কোর্টে আরজি কর হাসপাতালে ধর্ষণ এবং খুনের অভিযোগের মামলার শুনানি ছিল। সেই প্রসঙ্গ তুলে শুক্রবার মামলাকারী অনামিকা পান্ডের আইনজীবী মহেশ জেঠমালানি হাইকোর্টে সওয়াল করে জানান, শীর্ষ আদালত ওই বিষয়ে হস্তক্ষেপ করেনি। ফলে হাইকোর্টের শুনতে বাধা নেই।এর আগে, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন থাকায় এই মামলা শুনবেন না বলে জানিয়েছিলেন । কিন্তু শীর্ষ আদালত আরজি কর সংক্রান্ত মামলার আগের শুনানিতে জানিয়েছে, হাইকোর্টের মামলা শোনার ব্যাপারে কোনও স্থগিতাদেশ জারি করা হয়নি।

বিনীতের বিরুদ্ধে করা মামলায় এর আগে আইনজীবী মহেশ জেঠমালানি সওয়াল করে বলেছিলেন, এই মামলা সুপ্রিম কোর্টে পাঠানো হোক। পুলিশের এত উচ্চ পদে থেকে কী ভাবে নির্যাতিতার নাম প্রকাশ্যে বলতে পারেন বিনীত? অন্যদিকে, জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল গতকাল । এদিন সেই মামলার বিষয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবীরা । দ্রুত সেই মামবার শুনানির আর্জি জানানো হয় । কিন্তু দ্রুত শুনানির আবেদন খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম।









 

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version