Friday, November 7, 2025

চাষের জিনিস কেনা ও বেচার কাউন্টার বাড়বে, নির্দেশ মুখ্যসচিবের

Date:

রাজ্য জুড়ে উৎসবের আবহের মধ্যেও গ্রাম বাংলার একটা বিরাট অংশ বন্যা পরিস্থিতি ও তার জন্য চরম আর্থিক সংকটের মুখে। রাজ্য সরকারের পক্ষ থেকে কৃষিজীবী মানুষের পাশে দাঁড়াতে সবরকম চেষ্টা চালানো হয়েছে। এর জন্য চাষীদের কাছ থেকে সরাসরি সবজি কিনে তা সুফল বাংলা স্টলের মাধ্যমে সাধারণ মানুষের কাছে বিক্রি করা হচ্ছে। সেই সঙ্গে ফড়েদের দাপট কমাতে বাজারে নিয়মিত নজরদারি চালানো হচ্ছে। শুক্রবার উৎসব শুরুর আগে আরও একবার নবান্নে (Nabanna) বাজারদর পর্যালোচনা বৈঠকে মুখ্যসচিব (Chief secretary) মনোজ পন্থ (Manoj Pant)।

কৃষি বিপণন দফতর রাজ্যের নানা এলাকায় ১০৯টি অস্থায়ী কাউন্টার (counter) চালু করেছে। এই অস্থায়ী কাউন্টারের জন্য স্থানীয় কৃষকদের বাড়ি থেকে সরাসরি ফসল কিনছে রাজ্য সরকার। তাতে অন্যান্য খরচ ছাড়াই উৎপাদিত ফসল বিক্রি করতে পারছেন কৃষকরা। এই কাউন্টারের সংখ্যা আরো বাড়ানোর নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব (chief secretary)। নদিয়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং মালদার কৃষকদের বাড়ি থেকে আলু–সহ সবজি তুলে আনা হচ্ছে। রাজ্য সরকার গাড়ি ও শ্রমিক পাঠিয়ে কৃষকদের বাড়ি থেকে আলু (potato) সংগ্রহ করেছে। আর তা সুলভে পাচ্ছেন সাধারণ নাগরিকরা। এই ব্যবস্থা জেলাগুলিতে চলছে।

অন্যদিকে সুফল বাংলা স্টলের সংখ্যাও আরো বাড়ানোর নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। কলকাতা ও জেলা মিলিয়ে বর্তমানে রাজ্যে ৬২৬ টি সুফল বাংলা (Suphal Bangla) স্টল রয়েছে। পুজোর আগে আরো ২০০ টি স্টল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে বাজার কমিটিগুলি জানায় সবজির দাম এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তা স্বত্বেও পরিস্থিতি কাজে লাগিয়ে যাতে বাজারে কৃত্রিম ভাবে যাতে দাম না বাড়িয়ে দেওয়া হয় সেজন্য নিয়মিত অভিযান চালাতে টাস্ক ফোর্সকে নির্দেশ দেন মুখ্যসচিব।

Related articles

তালিকায় নাম নেই! কেউ স্ত্রীর জন্য, কেউবা বিএলও-র সামনেই প্রাণ দিলেন

রাজ্যের হাজার হাজার মানুষের নাম নেই ২০০২ সালের ভোটার তালিকায়। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় আতঙ্কে কেউ আত্মঘাতী, কেউবা...

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...

পথশ্রী প্রকল্প বেনিয়ম বরদাস্ত নয়: স্পষ্ট নির্দেশ মুখ্যসচিবের

পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তাগুলির মান বজায় রাখতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দিলেন মুখ্য সচিব মনোজ পন্থ। শুক্রবার...

ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুয়েরেন্স স্ট্যান্ডার্ড প্রতিযোগিতায় রাজ্যে সেরা বসিরহাট পুরসভা

ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুয়েরেন্স স্ট্যান্ডার্ড (National Quality Assurance Standard) প্রতিযোগিতায় ১২৯টি পুরসভার মধ্যে প্রথম স্থান ছিনিয়ে নিল বসিরহাট পুরসভা...
Exit mobile version