Sunday, August 24, 2025

দিল্লির (Delhi)চিকিৎসক খুনের ঘটনায় নয়া মোড়। প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য। ‘অন ডিউটি’ চিকিত্‍সককে গুলি করে খুন ২ কিশোরের। ঘটনার তদন্তে নেমে ইনস্টাগ্রাম (Instagram)অ্যাকাউন্টে একটি ছবি দেখে সন্দেহভাজন এক কিশোরকে গ্রেফতার করে পুলিশ । যে ছবিতে ওই কিশোরকে বন্দুক হাতে দেখা যায়। ছবির ক্যাপশনে লেখা, ‘২০২৪-এর প্রথম খুন।’ তাঁর বয়ানে জানা গেল খুনের ঘটনার নেপথ্যের আসল কারণ। প্রেমিকার বাবার (Father)কথা রাখতেই চিকিৎসক জাভেদ আখতারকে খুন করেছে এই যুবক-সহ দুই নাবালক।

কেন চিকিৎসক জাভেদকে খুন করতে গিয়েছিল ওই নাবালক? তার বয়ান অনুযায়ী, ওই নার্সের মেয়ের সঙ্গে প্রেম করত সে। জেরায় ধৃত কিশোর জানিয়েছে, ওই ডাক্তারকে খুনের (Doctor murder) জন্য তাকে বলেছিল তার প্রেমিকার বাবা। আসলে তার প্রেমিকার মা একজন নার্স। প্রেমিকার বাবার সন্দেহ ছিল, মৃত ডাক্তার জাভেদ আখতারের সঙ্গে তার স্ত্রীর ‘ঘনিষ্ঠ সম্পর্ক’ আছে। যিনি পেশায় নার্স (Nurse)। এদিকে সেই নাবালক যখন তার প্রেমিকাকে (Lover)বিয়ে করতে চেয়ে তার বাবার কাছে যায়, তখন প্রেমিকার বাবা বলেন, যদি সে ওই ডাক্তারকে মারতে পারে, তবেই একমাত্র তার মেয়ের বিয়ে তিনি তার সঙ্গে দেবেন! প্রেমিকাকে পেতেই ওই ডাক্তারকে খুনের ছক কষে ধৃত কিশোর।

বৃহস্পতিবার দিল্লির নিমা হাসপাতালে ডিউটিরত অবস্থাতেই খুন হন বছর পঞ্চাশের আয়ুর্বেদ চিকিত্‍সক জাভেদ আখতার। তদন্তে নেমে দিল্লি পুলিশের (Delhi Police)ক্রাইম ব্রাঞ্চ অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করে। তদন্তকারী অফিসার জানিয়েছেন, নাবালিকার বাবার এটিএম থেকে টাকাও তুলেছিল ওই নাবালক। এর পর দিল্লির জাফরাবাদের এক ব্যক্তির কাছ থেকে পিস্তল কিনেছিল ওই দুই নাবালক।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version