Thursday, August 21, 2025

কর্মবিরতি প্রত্যাহার: ‘দাদাদের’ সমর্থন না পেয়ে অবস্থান বদল জুনিয়র ডাক্তারদের!

Date:

Share post:

রাজ্য সরকার বারবার বৈঠক ও পদক্ষেপ নেওয়ার পরেও লাগাতার কর্মবিরতি জারি রাখেন জুনিয়র চিকিৎসকরা। একের পর এক যুক্তিতে আন্দোলনের তীব্রতা বাড়ানোর লাগাতার চেষ্টা চালানো জুনিয়র চিকিৎসকরা হঠাৎই কর্মবিরতি তুলে নেওয়ার ঘোষণা করলেন শুক্রবারের সন্ধ্যায়। প্রতীকী হিসাবে ধর্মতলায় অবস্থানে বসার কথা জানালেও রাজ্য জুড়ে পরিষেবা দেওয়ার কাজ তাঁরা শুক্রবার থেকেই ঘোষণা করলেন। কার্যত এদিন সকাল থেকে সিনিয়র চিকিৎসকদের সমর্থন থেকে সরে আসার যে গুঞ্জন শোনা যাচ্ছিল, তাকেই মান্যতা দিয়ে অবস্থান বদল জুনিয়র চিকিৎসকদের।

রাজ্যের তরফে বারবার আলোচনার বার্তা, বৈঠক। তারপরে কাজে ফিরেও আবার কর্মবিরতির পথে যাওয়া জুনিয়র ডাক্তারদের হঠাৎই মতি বদল। রাজ্যের তরফে নতুন কোনও বার্তা নেই। আগে-পিছে নেই সুপ্রিম কোর্টের শুনানিও। তারপরেও শুক্রবার থেকে কর্মবিরতি তুলে নেওয়ার ডাক জুনিয়র চিকিৎসকদের। অনেক ক্ষেত্রেই জুনিয়রদের পিছন থেকে সিনিয়রদের সমর্থন সরে যাওয়ার দাবিও উঠেছে। শুক্রবার ডোরিনা ক্রসিংয়ে হঠাৎই রোগী-দরদী জুনিয়র চিকিৎসকরা। তাঁদের দাবি, জনগণের সমর্থন নিয়ে কর্মবিরতি তুলে নিচ্ছেন তাঁরা।

জুনিয়র চিকিৎসকদের ঘোষণার আগে প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষের সোশ্যাল মিডিয়ায় কর্মবিরতি উঠে যাওয়ার সম্ভাবনার কথা বলেছিলেন। সেখানেই সিনিয়র চিকিৎসকদের কথা উল্লেখ করে তিনি লেখেন, “উস্কানিদাতা সিনিয়রদের পুজোয় দেশবিদেশের টিকিট কাটা। সামলাতে হবে জুনিয়রদের। নাহলে ‘বিশেষ’ সমস্যা। তাই বিবেক জাগরিত উপদেশ। কর্মবিরতির বিকল্প ভাবো। এতদিন মনে হয়নি?”

কার্যত সেই দাবিকেই মান্যতা দিল সন্ধ্যায় জুনিয়র চিকিৎসকদের ঘোষণা। তবে আন্দোলন চালিয়ে যাওয়ার অংশ হিসাবে ধর্মতলায় তাঁরা লাগাতার অবস্থানে বসার ঘোষণা করেন। সেই সঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে রাজ্য সরকারের তরফে কোনও পদক্ষেপ না নেওয়া হলে তাঁরা আমরণ অনশনের পথে যাওয়ারও হুঁশিয়ারি দেন। উৎসবের মরশুমে যেখানে কলকাতা পুলিশ ধর্মতলায় জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে, এবার সেই জায়গাকেই আন্দোলনের মঞ্চ বানালেন জুনিয়র চিকিৎসকরা।

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...