Saturday, May 3, 2025

আমাদের গবেষণার জোরেই মিলেছে স্বীকৃতি: বাংলার ধ্রুপদী ভাষার মর্যাদায় জানালেন মুখ্যমন্ত্রী

Date:

রাজ্যের দাবি মেনে বাংলাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেয়েছে কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হওয়ার পরেই নিজের এক্স হ্যান্ডেলে বিষয়টি জানিয়ে পোস্ট করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। জানান, “আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের দীর্ঘ লড়াইয়ের পর আমাদের মাতৃভাষা বাংলাকে ভারত সরকার একটি ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছে।” জানুয়ারি মাসেই এই বিষয়ে দাবি জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) চিঠি পাঠান মমতা। শুক্রবার, স্যোশাল মিডিয়ায় সেই চিঠির ছবি পোস্ট করে মুখ্যমন্ত্রী জানান, বাংলার তথ্য নির্ভরযুক্তির জোরে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিয়েছে। একই সঙ্গে এদিন পুজো উদ্বোধনে গিয়েও এই বিষয়ে খুশি প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।বাংলার মুখ্যমন্ত্রীর বহুদিনের দাবি ছিল বাংলা ভাষাকে ধ্রুপদী মর্যাদা দেওয়া হোক। দীর্ঘদিনের সেই দাবি পূরণ হল। চলতি বছর জানুয়ারি মাসেই বাংলাকে (Bengali) ধ্রুপদী ভাষার মর্যাদা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন মুখ্যমন্ত্রী। এদিন নিজের ফেসবুক পেজে সেই চিঠি পোস্ট করেন মমতা। লেখেন
“এখানে(তারিখ ১১ জানুয়ারি ২০২৪) ভারতের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পাঠানো আমার চিঠির একটি অনুলিপি দেওয়া হয়েছে যেখানে আমি বাংলাকে ধ্রুপদী ভাষা হিসাবে কেন্দ্রীয় সরকারের স্বীকৃতি দেওয়ার দাবিটি জানিয়েছিলাম। আমাদের তথ্য-ভিত্তিক যুক্তিগুলি অবশেষে জিওআই দ্বারা গৃহীত হয়েছে। চিঠিটি জনসাধারণের জ্ঞাতার্থে নীচে দেওয়া হল। স্বীকৃতি অনেক বঞ্চনা-অস্বীকৃতির পরে আসে।“

এদিন পুজো উদ্বোধনে গিয়েও মমতা (Mamata Banerjee) বলেন, আমরা অনের তথ্য-সহ গবেষণা পত্র কেন্দ্রের কাঠে পাঠিয়ে ছিলাম। বিশ্বে স্বীকৃত ভাষা হিসেবে পঞ্চম, এশিয়াতে দ্বিতীয় বাংলা। অন্যান্য ভাষা পেয়েছে, কিন্তু আমরা পাচ্ছিলাম না। বাংলাকে বঞ্চিত রাখা হয়েছিল। কিন্তু গতকালই ধ্রুপদীভাষার স্বীকৃতি মিলেছে। এটা বিশ্বের দরবারে বাংলাকে আরও গৌরবান্বিত করবে-মত মুখ্যমন্ত্রীর।







Related articles

সাত লাখি কলম! মনের মতো লেখার টানে পেন উৎসবে কলকাতার মানুষ

দাম দিয়ে কলমের আঁচড়ের যে মূল্য দেওয়া যায় না তার নজির মেলে বাঙালির পেনের প্রতি আকর্ষণ দেখলে। ল্যাপটপের...

ওয়াকফ আইন ঘিরে হিংসা: ক্ষতিগ্রস্তদের পাশে রাজ্য, সোমে মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী

ওয়াকফ সংশোধনী আইন নিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ জেলা। হিংসার ঘটনায় বহু মানুষের...

ফের ভূমিকম্প! কেঁপে উঠল নেপাল-আফগানিস্তান

ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল এবং আফগানিস্তান। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-এর তথ্য অনুযায়ী, নেপালে ভূমিকম্পের উৎসস্থল মাটি থেকে ১০...

বেলগাছিয়ায় ভাগাড় ধসে নিকাশি বিপর্যয়, যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু কেএমডিএ-র 

হাওড়ার বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ডে মার্চের শেষের দিকে ঘটে যাওয়া ধসের পর পার্শ্ববর্তী ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে...
Exit mobile version