Tuesday, August 26, 2025

মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধ পরিস্থিতি! প্রভাব পড়ল বিমান পরিষেবায়, বাতিল ফ্লাইট

Date:

মধ্যপ্রাচ্যের আকাশে ঘনিয়েছে যুদ্ধের (War)মেঘ! গাজা-সহ লেবাননে চলচ্ছে ইজরায়েলের অভিযান। ইতিমধ্যে ইহুদি দেশটির বিরুদ্ধে মারমুখী অভিযানে ইরানও (Iran)। ইজরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মধ্যপ্রাচ্যের এই দেশ। ফলে এই উত্তপ্ত পরিস্থিতি ও অস্থিরতার কারণে উড়ান বাতিল করল সংযুক্ত আরব আমিরশাহির (United Arab Emirates)বিমান সংস্থা এমিরেট্‌স (Emirates) ও ফ্লাইদুবাই (Flydubai)।

জানা গিয়েছে, আঞ্চলিক অস্থিরতার কথা মাথায় রেখে ইরান, ইরাক ও জর্ডানে সব ফ্লাইট (Flight)বন্ধ ঘোষণা করেছে এমিরেটস এয়ারলাইনস। বৃহস্পতিবার বিমান সংস্থাটি এই ঘোষণা করে। এক বিবৃতিতে এমিরেটস এয়ারলাইন জানিয়েছে, আঞ্চলিক অস্থিরতার জন্য তারা এ ধরনের পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার-সহ আগামী ৪ ও ৫ অক্টোবর সংযুক্ত আরব আমিরশাহি থেকে ইরাক (বসরা ও বাগদাদ), ইরান (তেহরান) ও জর্ডানগামী (Jardan)(আম্মান) সব ফ্লাইট বাতিল করা হয়েছে। এ সময় কোনো ফ্লাইটই এখানে আসবে না।

ইজরায়েলের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে লেবাননের (Lebanon)রাজধানী বেইরুট। যার প্রভাব পড়েছে উড়ান পরিষেবাতেও। আগামী মঙ্গলবার পর্যন্ত এমিরেট্‌স ও সোমবার পর্যন্ত ফ্লাইদুবাই লেবাননের সমস্ত উড়ান স্থগিত করে দিয়েছে। ইজরায়েল অধিকৃত গোলান মালভূমির এক ফুটবল স্টেডিয়ামে আছড়ে পড়ে জঙ্গি সংগঠন হেজবোল্লার রকেট । অন্যদিকে চলতি সপ্তাহের মঙ্গলবার ইজরায়েলের নানা জায়গায় ২০০-র কাছাকাছি ক্ষেপণাস্ত্র ((Missile)ছোড়ে ইরান। সেই থেকেই প্রভাব পড়তে শুরু করে সংযুক্ত আরব আমিরশাহির বিমান পরিষেবায়।









Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...
Exit mobile version