Monday, November 3, 2025

গুরুকে সম্মান দেননা বিনেশ, তুতো বোনকে নিয়ে হতাশ ববিতা

Date:

বিনেশ ফোগাটকে নিয়ে হতাশ তাঁর খুড়তুতো বোন ববিতা ফোগাট। ২০২৪ প্যারিস অলিম্পিক্সের ফাইনালে উঠেছিলেন বিনেশ। কিন্তু ১০০ গ্রাম ওজন বেশি থাকায় অলিম্পিক্স থেকে বাতিল হন বিনেশ। সেই বিনেশের ওপরই হতাশ ববিতা। ববিতার অভিযোগ, তাঁর বাবা মহাবীর ফোগাটের কাছে কুস্তি শিখেছিলেন বিনেশ। কিন্তু গুরুকে সম্মান করেন না অলিম্পিক্সে যাওয়া বিনেশ।

এই নিয়ে এক সাক্ষাতকারে ববিতা বলেন, “ মনু ভাকেরকে আপনারা দেখেছেন পদক নিয়ে বাড়ি ফিরতে। পাশে তাঁর কোচ ছিলেন। অমন শেহরাওয়াতও বাড়ি ফিরেছিলেন কোচকে নিয়ে। কিন্তু বিনেশ ফিরল দীপেন্দ্র হুডাকে নিয়ে। দ্রোণাচার্য দেওয়া উচিত দীপেন্দ্রকে। আমার মনে হয় যদি বাবা বিনেশের পাশে থাকত তাহলে এত রাজনীতি হত না। “ এরপরই ববিতা আরও বলেন, “ আমি বাবাকে তিন বার কাঁদতে দেখেছি। বোন এবং আমার বিয়ের সময়, কাকা মারা যাওয়ার পর এবং বিনেশ অলিম্পিক্স থেকে বাতিল হয়ে যাওয়ার পর। আমার বাবা কখনও বিনেশকে বুঝতে দেয়নি যে ওর বাবা নেই। কাকা মারা যাওয়ার পর বিনেশ এবং ওর ভাই-বোনেরা কুস্তি ছেড়ে দিয়েছিল। বাবা ওদের বাড়ি যায়। বোঝায় ওদের। আবার খেলায় ফিরিয়ে আনে। ভোর চারটের সময় অনুশীলনে না গেলে বাবা ওদের বাড়ি যেত নিয়ে আসার জন্য। এত পরিশ্রমের পর যখন ধন্যবাদটুকু পায় না, তখন একজন কোচের কষ্ট হওয়া স্বাভাবিক।“

অলিম্পিক্স থেকে বাতিল হয়েই কুস্তি থেকে অবসর নেন বিনেশ। প্যারিস থেকে ফিরে এসে রাজনীতিতে যোগ দিয়েছেন বিনেশ। কংগ্রেসে যোগ দেন তিনি।

আরও পড়ুন- হার্দিকের বোলিং-এ খুশি নন ভারতীয় দলের বোলিং কোচ, কথা দীর্ঘক্ষণ : সূত্র


Related articles

মঙ্গলে মহামিছিল! নিজের লেখা-সুর দেওয়া গান পোস্ট করে আহ্বান তৃণমূল সভানেত্রীর

একজন বৈধ ভোটারের নাম বাদ গেলে তীব্র আন্দোলন হবে- জানিয়েছে রাজ্যের শাসকদল। কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্রের প্রতিবাদে মঙ্গলবার পথে...

একসাথে লড়াই হবে: শোভন-বৈশাখীকে স্বাগত অভিষেকের, পদ নিয়ে দলের ওয়ার্কিং কমিটিতে সিদ্ধান্ত

তৃণমূল ভবনে আনুষ্ঠিকভাবে দলে যোগ দিয়েই কালীঘাটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সঙ্গে দেখা করতে...

মেয়ে বিশ্বকাপজয়ী! আবেগে-চোখের জলে ভাষা হারিয়েছেন রিচার গর্বিত পিতা

সন্দীপ সুর বিশ্বকাপজয়ী মেয়ের জন্য গর্বিত পিতা। স্টেডিয়ামে বসেই সাক্ষী থেকেছেন মেয়ের বিশ্বকাপ জয়ের মুহুর্তের। সোমবার বিকেলেও যেন ঘোর...

প্রেরণা-র বইপ্রকাশে বেথুনের প্রাক্তনীর মিলনমেলা

কলকাতার (Kolkata) অ্যাগোরা স্পেসে ২রা নভেম্বর রবিবার আয়োজিত হলো প্রেরণা পাবলিশার্সের বইপ্রকাশ অনুষ্ঠান। এই প্রকাশনা সংস্থার এবারের আয়োজনে...
Exit mobile version