Wednesday, August 13, 2025

চন্দ্রবাবুকে ভরসা নেই, তিরুপতির লাড্ডুর তদন্তে নতুন সিট সুপ্রিম কোর্টের

Date:

বিতর্কের মুখে চন্দ্রবাবু নাইডু সরকারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। এবার চন্দ্রবাবু সরকারের সিটকে বাতিল করে সিবিআইয়ের তদন্তাধীন সিট (SIT) গঠন করে তিরুপতির লাড্ডু নিয়ে তথ্য পেশের নির্দেশ দিল শীর্ষ আদালত। কেন্দ্রের জোট সরকারের সহযোগী মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডুর (N. Chandrababu Naidu) মুখ পোড়ার পরে কার্যত তেঁতো ওষুধ গিলতে বাধ্য হলেন এবং সুপ্রিম নির্দেশকে মেনে নিলেন।

তিরুপতি মন্দিরের প্রসাদী লাড্ডুতে পশুর চর্বি এবং মাছের তেল ব্যবহার করা হয়েছে। এই অভিযোগ প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফুঁসে ওঠেন সনাতনীরা-সহ ভক্তেরা। এরপর ধর্মীয় বিশ্বাসে আঘাত হানার অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে (Supreme Court) পিটিশন দাখিল করা হয়। সেই সঙ্গে আদালতের নেতৃত্বাধীন কমিটির মাধ্যমে সত্যতা যাচাইয়ের দাবিতে মামলাও হয়। শুক্রবার সেই মামলার শুনানিতে সর্বোচ্চ আদালত জানায়, এ বিষয়ে তদন্ত করবে একটি নিরপেক্ষ বিশেষ তদন্তকারী দল। তদন্ত চলবে সিবিআইয়ের নজরদারিতে। তদন্তকারী দলে সিবিআইয়ের (CBI) দুই আধিকারিক থাকবেন, যাঁদের নির্বাচন করছেন কেন্দ্রীয় সংস্থার ডিরেক্টর (Director)। এছাড়া অন্ধ্রপ্রদেশ রাজ্য পুলিশের দুজন অফিসার ও ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়ার (Food Safety and Standards Authority of India) এক পদস্থ অফিসার। রাজ্যের সিটের তদন্তও স্থগিত করে দেওয়া হয়েছে।

শুক্রবার এই মামলার শুনানি চলাকালীন বিচারপতি বি আর গভাই এবং বিচারপতি কে ভি বিশ্বনাথন বলেন, তিরুপতির বিষয়টি নিয়ে রাজনৈতিক নাটক একেবারেই কাম্য নয়। গোটা বিশ্বে ছড়িয়ে থাকা কোটি কোটি ভক্তের আবেগ জড়িয়ে রয়েছে এখানে। অন্যদিকে গত ৩০ সেপ্টেম্বর প্রথম শুনানির দিন তিরুপতি লাড্ডু কাণ্ডে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুকে ভর্ৎসনা করে সুপ্রিম কোর্ট। শুক্রবার দ্বিতীয় মামলার শুনানিতেও বদলালো না চিত্র। লাড্ডুর ঘি-তে পশুচর্বি মেশানোর কোনও সঠিক তথ্য পাওয়া যায়নি বলেও সর্বোচ্চ আদালত পর্যবেক্ষণে জানায়। মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডুর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে শীর্ষ আদালত সাফ জানিয়ে দেয়, ধর্মকে রাজনীতি (Politics) থেকে দূরে রাখতে হবে। সেই সঙ্গে রাজ্যের নেতৃত্বাধীন সিট আদৌ কতটা নিরপেক্ষ ছিল তা নিয়েও প্রশ্ন তোলা হয়।

Related articles

দীর্ঘ অসুস্থতার পরে চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী, শোকস্তব্ধ টলিপাড়া

দীর্ঘ অসুস্থতার পরে চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় (Basanti Chatterjee)। মঙ্গলবার সকাল ১০টায় মৃত্যু হয় তাঁর। বয়স...

ডুরান্ড কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান

প্রথমে শোনা গেলেও শেষপর্যন্ত ডুরান্ড (Durand Cup) কোয়ার্টার ফাইনালেই কলকাতা ডার্বি (Derby)। প্রথমে শোনা গিয়েছিল যে কোয়ার্টার ফাইনালে...

বিজেপি নেতা মিঠুনের সম্মেলনে বাজল “মুঝকো পিনা হ্যায়”, তীব্র কটাক্ষ তৃণমূলের 

এটাই বিজেপির সংস্কৃতি! কোনভাবেই বাঙালির কৃষ্টি ও ঐতিহ্যের সঙ্গে মেলেনা। আর সেই তালেই নাচছেন বিজেপি নেতা অভিনেতা মিঠুন...

গাজায় সাংবাদিক হত্যার নিন্দা: ইজরায়েলের রোষের মুখে প্রিয়াঙ্কা

ইজরায়েলে অনৈতিক সাংবাদিক হত্যা। গাজায় সাংবাদিকদের ক্যাম্পে হামলা ইজরেলীয় বাহিনীর। মৃত্যু আল জাজিরার সাংবাদিক আনাস আল শরিফের। ঘটনায়...
Exit mobile version