Friday, November 7, 2025

পুজোর মরশুমে মেট্রো চ্যানেলে ডাক্তারদের অবস্থান-অনশনে ‘না’ পুলিশের

Date:

উৎসবের মরশুমে শুক্রবার সন্ধ্যা থেকে বিশৃঙ্খলা ধর্মতলা চত্বরে। দুর্গোৎসবের তৃতীয়ায় এবার অবস্থানের পরে অনির্দিষ্টকালের জন্য় অনশনেরও হুঁশিয়ারি দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। সবটাই ধর্মতলায় মেট্রো চ্যানেলে (Metro channel)। এই পরিস্থিতিতে ধর্মতলা চত্বরে কোনওভাবেই অবস্থানের অনুমতি দিতে পারবে না কলকাতা পুলিশ (Kolkata Police), শনিবার মেল মারফৎ জুনিয়র চিকিৎসকদের জানানো হল। একদিকে সাধারণ মানুষের সমস্যা ও অন্য দিকে আইন শৃঙ্খলা পরিস্থিতির সমস্যার কারণেই জুনিয়র চিকিৎসকদের কোনও অনুমতি দেওয়া হল না।

শুক্রবার ধর্মতলার মেট্রো চ্যানেলে (Metro Channel) জমায়েত করে ঘোষণার কথা বলেছিলেন জুনিয়র চিকিৎসকরা। সেই জমায়েতের আগে বিশৃঙ্খলা তৈরি হওয়ায় সেখানেই বিক্ষোভ দেখান জুনিয়র চিকিৎসকরা। পরে কর্মবিরতি তুলে নেওয়ার ঘোষণা করলেও মেট্রো চ্যানেলেই অবস্থানে বসার ঘোষণা করেন চিকিৎসকরা। কার্যত বিনা অনুমতিতেই সেই আন্দোলন শুরু করেন তাঁরা। কলকাতা পুলিশের কাছে অবস্থানের অনুমতি চেয়ে রাত ৯টা ৫৫ মিনিটে একটি মেল (e-mail) করা হলেও তার আগে থেকেই অবস্থানে বসে পড়েন তাঁরা। এমনকি অনুমতি চাওয়া হলেও, তাতে সম্মতি পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়েছিল কিনা, তা দেখারও প্রয়োজন বোধ করেননি তাঁরা।

তবে মেট্রো চ্যানেলে কোনওভাবেই অবস্থান (sit-in-demonstration) ও অনশন প্রক্রিয়া চালাতে দেওয়া যাবে না বলে শনিবার চিকিৎসকদের মেলের উত্তরে জানানো হয় কলকাতা পুলিশের পক্ষ থেকে। মেলে জানানো হয় উৎসবের মরশুমে কেনাকাটার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মতলা চত্বর। সাম্প্রতিক সময়ে পদার্পণের পরিসংখ্য়ান সেই কথা বলছে। এখানে অবস্থান চালালে সাধারণ মানুষের সমস্যা। ইতিমধ্য়েই মণ্ডপে মণ্ডপে প্রতিমা রওনা দিয়ে দিয়েছে। ফলে চিকিৎসকদের প্রস্তাবিত জায়গায় অবস্থান বিক্ষোভ শুধুমাত্র সাধারণ মানুষের অসুবিধা নয়, আইন শৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি করবে।

Related articles

জন-গণ-মন: রবীন্দ্রনাথকে অপমানের পরিকল্পিত চক্রান্ত! বিজেপি সাংসদের পদত্যাগ দাবি তৃণমূলের

জাতীয় সঙ্গীত নিয়ে রচয়িতা রবীন্দ্রনাথকে পরিকল্পিত অপমানের বিরুদ্ধে গর্জে উঠল বাংলার শাসকদল তৃণমূল। শুক্রবার, তৃণমূল ভবন থেকে সাংবাদিক...

মানব পাচার মামলায় কলকাতায় তল্লাশি অভিযান ইডির

শুক্রবার সকালে মহানগরীতে ইডি (ED raid in Kolkata) অভিযান। দশ বছর আগের পুরনো এক মানব পাচার মামলায় এদিন...

জোর ধাক্কা কেন্দ্রের, ১০০ দিনের কাজের বকেয়া টাকা নিয়ে হলফনামা তলব হাইকোর্টের

আদালতে জোর ধাক্কা কেন্দ্রের বিজেপি সরকারের। দীর্ঘদিন ধরে বাংলার বকেয়া আটকে রেখে যে প্রতিহিংসামূলক রাজনীতি করে চলেছে মোদি-...

“জন-গণ-মন” নিয়ে রবি ঠাকুরকে অপমান বিজেপি সাংসদের! ক্ষমা চাওয়ার দাবি কুণালদের

রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান কর্নাটকের বিজেপি (BJP) সাংসদ বিশ্বেশ্বর কাগেরির। এ প্রসঙ্গে বিজেপিকে ধুয়ে দিল তৃণমূল (TMC)। বিজেপি সাংসদের...
Exit mobile version