Sunday, May 4, 2025

উৎসবের মরশুমে শুক্রবার সন্ধ্যা থেকে বিশৃঙ্খলা ধর্মতলা চত্বরে। দুর্গোৎসবের তৃতীয়ায় এবার অবস্থানের পরে অনির্দিষ্টকালের জন্য় অনশনেরও হুঁশিয়ারি দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। সবটাই ধর্মতলায় মেট্রো চ্যানেলে (Metro channel)। এই পরিস্থিতিতে ধর্মতলা চত্বরে কোনওভাবেই অবস্থানের অনুমতি দিতে পারবে না কলকাতা পুলিশ (Kolkata Police), শনিবার মেল মারফৎ জুনিয়র চিকিৎসকদের জানানো হল। একদিকে সাধারণ মানুষের সমস্যা ও অন্য দিকে আইন শৃঙ্খলা পরিস্থিতির সমস্যার কারণেই জুনিয়র চিকিৎসকদের কোনও অনুমতি দেওয়া হল না।

শুক্রবার ধর্মতলার মেট্রো চ্যানেলে (Metro Channel) জমায়েত করে ঘোষণার কথা বলেছিলেন জুনিয়র চিকিৎসকরা। সেই জমায়েতের আগে বিশৃঙ্খলা তৈরি হওয়ায় সেখানেই বিক্ষোভ দেখান জুনিয়র চিকিৎসকরা। পরে কর্মবিরতি তুলে নেওয়ার ঘোষণা করলেও মেট্রো চ্যানেলেই অবস্থানে বসার ঘোষণা করেন চিকিৎসকরা। কার্যত বিনা অনুমতিতেই সেই আন্দোলন শুরু করেন তাঁরা। কলকাতা পুলিশের কাছে অবস্থানের অনুমতি চেয়ে রাত ৯টা ৫৫ মিনিটে একটি মেল (e-mail) করা হলেও তার আগে থেকেই অবস্থানে বসে পড়েন তাঁরা। এমনকি অনুমতি চাওয়া হলেও, তাতে সম্মতি পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়েছিল কিনা, তা দেখারও প্রয়োজন বোধ করেননি তাঁরা।

তবে মেট্রো চ্যানেলে কোনওভাবেই অবস্থান (sit-in-demonstration) ও অনশন প্রক্রিয়া চালাতে দেওয়া যাবে না বলে শনিবার চিকিৎসকদের মেলের উত্তরে জানানো হয় কলকাতা পুলিশের পক্ষ থেকে। মেলে জানানো হয় উৎসবের মরশুমে কেনাকাটার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মতলা চত্বর। সাম্প্রতিক সময়ে পদার্পণের পরিসংখ্য়ান সেই কথা বলছে। এখানে অবস্থান চালালে সাধারণ মানুষের সমস্যা। ইতিমধ্য়েই মণ্ডপে মণ্ডপে প্রতিমা রওনা দিয়ে দিয়েছে। ফলে চিকিৎসকদের প্রস্তাবিত জায়গায় অবস্থান বিক্ষোভ শুধুমাত্র সাধারণ মানুষের অসুবিধা নয়, আইন শৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি করবে।

Related articles

পাক রেঞ্জারের বদলে পূর্ণম কুমার! কতটা আশার আলো দেখছেন স্ত্রী

পাকিস্তানের সেনার হাতে বন্দি রিষড়ার বিএসএফ (BSF) জওয়ান পূর্ণম কুমার সাউ। স্বামীকে ফিরিয়ে আনতে ফিরোজপুর সীমান্ত পর্যন্ত গিয়েছিলেন...

অবতরনের আগেই হামলা ইজরায়েলের বিমান বন্দরে! ঘোরানো হল এয়ার ইন্ডিয়ার মুখ

ইজরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে রবিবার হাউথি বিদ্রোহীদের মিসাইল হামলার জেরে বড়সড় বিপত্তির মুখে পড়ল এয়ার ইন্ডিয়ার একটি...

অন্যায়ভাবে বরখাস্ত! প্রধানমন্ত্রীর কাছে আবেদন CRPF মুনিরের

সিআরপিএফ জওয়ানকে চাকরি থেকে বরখাস্ত করতে যে তথ্য সিআরপিএফ কর্তৃপক্ষ দিয়েছেন, তা সবই মিথ্যা। এমনই চাঞ্চল্যকর দাবি সামনে...

শেষ বলে রুদ্ধশ্বাস জয় নাইটদের, লিগ টেবিলে উঠে এল ছয় নম্বরে

রুদ্ধ্বশ্বাস ম্যাচ। বড় রান করেও সহজ জয় পেল না কলকাতা নাইট রাইডার্স(KKR)। খেলা গড়াল শেষ ওভার পর্যন্ত। সেখানেই...
Exit mobile version