Wednesday, November 12, 2025

বয়সতো সংখ্যা মাত্র! তবে সেই সংখ্যা যদি কমিয়ে ফিরে যাওয়া যায় যৌবনে? নতুন উদ্যমতার সাথে আবার একটা নতুন ইনিংস। হয়তো এই ভাবনায় মাথা চারা দিয়েছিল কানপুরের একাধিক প্রবীণদের মাথায়। কিন্তু প্রত্যাশা পূরণ তো দূরের কথা, যৌবন ফেরানোর বিড়ম্বনায় প্রায় ৩৫ কোটি হারিয়ে বৃদ্ধ বয়সে হা হুতাস ছাড়া রইলো না কোন উপায়। টাইম মেশিন (Time Machine) দিয়ে কমিয়ে দেওয়া হবে বয়স। এমনই প্রতিশ্রুতি দিয়ে প্রবীণ ব্যক্তিদের কাছ থেকে ৩৫ কোটি টাকা আত্মসাৎ অভিযোগ উঠল কানপুরের (Kanpur)দম্পতির বিরুদ্ধে।

অভিযোগ,’ইজরায়েলে তৈরি টাইম মেশিন’ দিয়ে বয়স কমিয়ে দেওয়া হবে বলে আশ্বাস দিত ওই দম্পতি প্রায় ৩৫ কোটি টাকার প্রতারণা করেছে। পুলিস সূত্রে খবর, অভিযুক্ত রাজীব কুমার দুবে ও তাঁর স্ত্রী রশ্মি দুবে কানপুরে রিভাইভাল ওয়ার্ল্ড নামে একটি থেরাপি সেন্টার (therapy centre) খুলেছিল। তাঁদের দাবি ছিল, ইজরায়েল থেকে আনা একটি মেশিন দিয়ে তাঁরা কোনও ব্যক্তির বয়স ৬০ থেকে কমিয়ে ২৫ বছর করে দিতে পারে। গ্রাহকদের তাঁরা প্রতিশ্রুতি দেন,’অক্সিজেন থেরাপি’ (Hyperbaric Oxygen Therapy) দিয়ে হারানো যৌবন ফিরে পাওয়া যেতে পারে। এক্ষেত্রে তাঁদের কৌশল ছিল ‘দূষিত বাতাস থিয়োরি’। গ্রাহকদের বলা হত, দূষিত বাতাসের কারণে তাঁদের শরীরে দ্রুত বার্ধ্যকের ছাপ পড়ছে, ‘অক্সিজেন থেরাপি’ (Hyperbaric Oxygen Therapy) দিয়ে মাস কয়েকের মধ্যে আগের ঝলমলে চেহারা ফিরে আসবে।

রেণু সিং নামে এক প্রতারিত গ্রাহক এই বিষয়টি নিয়ে পুলিসের দ্বারস্থ হলে ব্যাপারটি প্রথম প্রকাশ্যে আসে। তিনি দাবি করেছেন ১০.৭৫ লাখ টাকার প্রতারণার (fraud) শিকার হয়েছেন তিনি। এপ্রসঙ্গে সেই মহিলা জানিয়েছেন, ‘অক্সিজেন থেরাপি’-র নামে আরও প্রায় ১০০ জনকে ওই দম্পতি প্রতারণার জালে ফেলেছে । আনুমানিক প্রায় ৩৫ কোটি টাকার প্রতারণা ঘটিয়েছে বলে অনুমান করা হচ্ছে। পুলিস (Police) অভিযুক্তদের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে।

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version