Saturday, May 3, 2025

আমরাও প্রতিবাদী কিন্তু নাটক করছি না: ‘উৎসবে নেই’ ট্যাগ লাইনকে তীব্র আক্রমণ কুণালের

Date:

আর জি করের নৃশংস ঘটনার দোষী বা দোষীদের ফাঁসি চাই। আমরা সবাই প্রতিবাদী। কিন্তু উৎসবে থাকছি না বলে নাটক করছি না। শনিবার, মধ্যষ কলকাতার সিটি কলেজে (City College) ‘সংগ্রিলা-১৪৩১’ অনুষ্ঠানে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ (Kunal Ghosh)। ‘আমরাও প্রতিবাদী’- কুণালের এই কথা সমর্থন করেন মঞ্চে থাকা মেয়র পারিষদ (শিক্ষা) সন্দীপন সাহা, কাউন্সিলর অয়ন চক্রবর্তী থেকে শুরু করে সিটি, রামমোহন ও আনন্দমোহন কলেজের পরিচালন সমিতির সমস্ত সদস্যররা। কুণালের কথায়, নারী নির্যাতনের ঘটনায় আমরাও দ্রুত বিচার, দোষীদের কঠোরতম শাস্তি চাইছি। তবে বিরোধীদের শকুনের রাজনীতি মানছি না।এদিন ছাত্র-ছাত্রীদের ভিড়ে ঠাসা অনুষ্ঠানে কুণাল (Kunal Ghosh) বলেন, “আমরা যেমন বিচার চাইছি তেমনি পুজোর বাজারে শকুনের রাজনীতি করে গরিব দোকানদার-ক্ষুদ্র ব্য বসায়ীদের পেটে আঘাত করার ব্যরবস্থার বিরুদ্ধেও বলছি। আমাদের লক্ষ্যর পুজোকে কেন্দ্র করে যে ঢাকি-তাঁতি থেকে শুরু করে লক্ষ লক্ষ গরিব মানুষ সংসারের রোজগার করে, শ্রম দিয়ে সারাবছরের রুটি-রুজির অপেক্ষায় থাকে, সেই সমস্ত মানুষের আমরা চাই সমস্ত রকম নারী নির্যাতনের মতো সামাজিক ব্যা ধির নির্মূল হোক।“ নাম না করেন যে সব বিরোধী দলের নেতারা উৎসবে নেই বলে শপিং করছেন, বিদেশে বেড়াতে যাচ্ছেন-সবাইকে এক তিরে বেঁধেন।

সিটি কলেজের বাৎসরিক ফেস্ট ‘সংগ্রিলা-১৪৩১’ উপলক্ষ্যে এদিন একই ক্যাম্পাসে চলা তিন কলেজের নবগঠিত পরিচালন সমিতির সদস্য এবং প্রাক্তন সাংসদ কুণাল ঘোষকে ছাত্র-ছাত্রীদের তরফে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধিত হন প্রাতঃবিভাগ রামমোহন কলেজের পরিচালন সমিতির সভাপতি আইনজীবী অর্পিতা চক্রবর্তী ও সদস্যর জয়িতা মৌলিক, নৈশবিভাগ আনন্দমোহন কলেজের গর্ভনিং বডির সভাপতি ডঃ দীপ্র ভট্টাচার্য, সরকার মনোনীত দুই সদস্যগ কৃষ্ণকুমার দাস ও প্রেমাঙ্কুর শ্রীমানি এবং সিটি কলেজের সরকার মনোনীত দুই সদস্যদ অভিজিৎ ঘোষ ও মৃতুঞ্জয় পাল। ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের দুই রাজ্য্ সম্পাদক শক্তিপ্রতাপ সিং ও প্রিয়দর্শিনী ঘোষ বাওয়া, গোপাল সাহা, সুকান্ত চক্রবর্তী, ছাত্রনেতা প্রিয়ঙ্ক পাণ্ডে প্রমুখ। সভায় তিন কলেজের নবি নিযুক্ত পরিচালন সমিতির কর্তারাই শিক্ষা প্রতিষ্ঠানের সামগ্রিক পঠন-পাঠনের মান্নোয়নের পাশাপাশি পরিকাঠামো আধুনিকীকরণের উপর জোর দেন।









Related articles

সাত লাখি কলম! মনের মতো লেখার টানে পেন উৎসবে কলকাতার মানুষ

দাম দিয়ে কলমের আঁচড়ের যে মূল্য দেওয়া যায় না তার নজির মেলে বাঙালির পেনের প্রতি আকর্ষণ দেখলে। ল্যাপটপের...

ওয়াকফ আইন ঘিরে হিংসা: ক্ষতিগ্রস্তদের পাশে রাজ্য, সোমে মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী

ওয়াকফ সংশোধনী আইন নিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ জেলা। হিংসার ঘটনায় বহু মানুষের...

ফের ভূমিকম্প! কেঁপে উঠল নেপাল-আফগানিস্তান

ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল এবং আফগানিস্তান। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-এর তথ্য অনুযায়ী, নেপালে ভূমিকম্পের উৎসস্থল মাটি থেকে ১০...

বেলগাছিয়ায় ভাগাড় ধসে নিকাশি বিপর্যয়, যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু কেএমডিএ-র 

হাওড়ার বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ডে মার্চের শেষের দিকে ঘটে যাওয়া ধসের পর পার্শ্ববর্তী ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে...
Exit mobile version