আর জি করের নৃশংস ঘটনার দোষী বা দোষীদের ফাঁসি চাই। আমরা সবাই প্রতিবাদী। কিন্তু উৎসবে থাকছি না বলে নাটক করছি না। শনিবার, মধ্যষ কলকাতার সিটি কলেজে (City College) ‘সংগ্রিলা-১৪৩১’ অনুষ্ঠানে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ (Kunal Ghosh)। ‘আমরাও প্রতিবাদী’- কুণালের এই কথা সমর্থন করেন মঞ্চে থাকা মেয়র পারিষদ (শিক্ষা) সন্দীপন সাহা, কাউন্সিলর অয়ন চক্রবর্তী থেকে শুরু করে সিটি, রামমোহন ও আনন্দমোহন কলেজের পরিচালন সমিতির সমস্ত সদস্যররা। কুণালের কথায়, নারী নির্যাতনের ঘটনায় আমরাও দ্রুত বিচার, দোষীদের কঠোরতম শাস্তি চাইছি। তবে বিরোধীদের শকুনের রাজনীতি মানছি না।
সিটি কলেজের বাৎসরিক ফেস্ট ‘সংগ্রিলা-১৪৩১’ উপলক্ষ্যে এদিন একই ক্যাম্পাসে চলা তিন কলেজের নবগঠিত পরিচালন সমিতির সদস্য এবং প্রাক্তন সাংসদ কুণাল ঘোষকে ছাত্র-ছাত্রীদের তরফে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধিত হন প্রাতঃবিভাগ রামমোহন কলেজের পরিচালন সমিতির সভাপতি আইনজীবী অর্পিতা চক্রবর্তী ও সদস্যর জয়িতা মৌলিক, নৈশবিভাগ আনন্দমোহন কলেজের গর্ভনিং বডির সভাপতি ডঃ দীপ্র ভট্টাচার্য, সরকার মনোনীত দুই সদস্যগ কৃষ্ণকুমার দাস ও প্রেমাঙ্কুর শ্রীমানি এবং সিটি কলেজের সরকার মনোনীত দুই সদস্যদ অভিজিৎ ঘোষ ও মৃতুঞ্জয় পাল। ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের দুই রাজ্য্ সম্পাদক শক্তিপ্রতাপ সিং ও প্রিয়দর্শিনী ঘোষ বাওয়া, গোপাল সাহা, সুকান্ত চক্রবর্তী, ছাত্রনেতা প্রিয়ঙ্ক পাণ্ডে প্রমুখ। সভায় তিন কলেজের নবি নিযুক্ত পরিচালন সমিতির কর্তারাই শিক্ষা প্রতিষ্ঠানের সামগ্রিক পঠন-পাঠনের মান্নোয়নের পাশাপাশি পরিকাঠামো আধুনিকীকরণের উপর জোর দেন।
