Sunday, November 9, 2025

সংসদীয় কমিটির তলব মাধবী বুচকে, হিন্ডেনবার্গ রিপোর্ট নিয়ে উঠবে প্রশ্ন

Date:

বিরোধীদের প্রবল চাপের মুখে এবার সেবি প্রধান মাধবী বুচকে (Madhavi Puri Buch) তলব করল সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটি (PAC)। ২৪ অক্টোবর তাঁকে কমিটির সামনে হাজির হতে বলা হয়েছে। বর্তমানে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হলেন কংগ্রেস সাংসদ কেসি বেণুগোপাল (K C Venugopal)। এক্ষেত্রেও প্রমাণিত কেন্দ্রের সংখ্যা গরিষ্ঠতা হারানোয় কোনওভাবেই বিজেপি পোষিত দুর্নীতি আর কেন্দ্রীয় স্তরে চেপে রাখা সম্ভব নয় মোদি সরকারের পক্ষে।

হিন্ডেনবার্গ (Hindenburg)রিসার্চের তরফ থেকে দাবি করা হয়েছিল, আদানিদের সঙ্গে যুক্ত বিদেশি ফান্ডে বিনিয়োগ করেছিলেন সেবি প্রধান এবং তাঁর স্বামী। এরপরই শুরু হয় তোলপাড়। এই অভিযোগ সামনে আসতেই প্রাথমিক ভাবে তা খারিজ করে দিয়েছিলেন মাধবী পুরী বুচ (Madhabi Puri Buch) এবং তাঁর স্বামী ধবল বুচ (Dhaval Buch)।

তবে পরোক্ষে আদানি গ্রুপকে সাহায্য করার একাধিক সাক্ষ্য প্রমাণ তুলে ধরা হয়েছে বিরোধীদের তরফ থেকে। সংসদ গঠন হওয়ার পরে সংসদীয় কমিটি যা কেন্দ্র সরকারের আয় ব্যয়ের হিসাব নিয়ন্ত্রণ করে, তাঁদের তরফ থেকে জরুরি ভিত্তিতে তলব করা হল মাধবী বুচকে। সেই সঙ্গে সেবির অন্যান্য আধিকারিকদেরও তলব করা হয়। সেবি সংক্রান্ত জিজ্ঞাসাবাদের পাশাপাশি তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও সূত্রের খবর।

শুধু মাধবীই নন, কেন্দ্রীয় অর্থমন্ত্রকের শীর্ষ আধিকারিক-সহ জনসংযোগ মাধ্যমের আধিকারিকদেরও হাজির হতে বলা হয়েছে।এ ছাড়াও হাজিরা দিতে পারেন TRAI-র চেয়ারপার্সন অনিলকুমার লাহোটিকেও (Anil Kumar Lahoti)। যদিও মাধবীকে তলবে ইতিমধ্যে আপত্তি জানিয়েছে বিজেপি (BJP)। তাদের দাবি, সংসদের বরাদ্দ করা অর্থের অপব্যবহারের অভিযোগ থাকলে তবেই এ নিয়ে বিচার-বিবেচনা করতে পার পাবলিক অ্যাকউন্টস কমিটি। যদিও মাধবীকে তলবের বিষয়ে অনড় অবস্থান পাবলিক অ্যাকাউন্টস কমিটির।

Related articles

‘অরণি সরণি’, উৎপল সিনহার কলম 

প্রথমে সিমেন্টের রাস্তায় লোহার ঠেলাগাড়ির আওয়াজ তারপর চিৎকার , ' ময়লা আছে? ' ছুটে যাই । উপুড় করে দিই ডাস্টবিন। ভাবি যদি সব ময়লা...

ফর্ম বিলি করতে গিয়ে ব্রেন স্ট্রোক! SIR-আতঙ্কে মৃত্যু এবার BLO-র

কারো নাম নেই ভোটার তালিকায়, কারো পরিচয়ে ভুল। এই সব আতঙ্কে যখন রাজ্যে একের পর এক সহনাগরিকদের মৃত্যু...

সংকটে ভারতীয় ফুটবল, কঠিন সময়ে সরব হলেন ইস্টবেঙ্গলের দুই তারকা

ভারতীয় ফুটবলে বিপণন করার কেউ নেই।দেশের সর্বোচ্চ লিগ না হলে একেবারে তৃণমূল স্তর থেকে ভারতীয় ফুটবল ক্ষতিগ্রস্ত হবে।...

কীভাবে দত্তাবাদে খুন স্বর্ণ ব্যবসায়ী: এবার তদন্তে গোয়েন্দা বিভাগ

পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বাসিন্দা। সোনার ব্যবসা করতেন নিউটাউনের দত্তাবাদে। দেহ পাওয়া গেল যাত্রাগাছির কাছে। খুনে নাম জড়ালো জলপাইগুড়ির...
Exit mobile version