Saturday, August 23, 2025

ফের হার ইস্টবেঙ্গল এফসির। এদিন অ্যাওয়ে ম্যাচে জামশেদপুর এফসির কাছে ২-০ গোলে হারল লাল-হলুদ ব্রিগেড। এই হারের ফলে আইএসএল-এ টানা চার ম্যাচে হার ইস্টবেঙ্গলের। সহজ গোল হাতছাড়া অধিনায়ক ক্লেটন সিলভার। পেনাল্টি মিস সল ক্রেসপোর।

কোচ বদল হলেও , রোগ সারেনি লাল-হলুদের। টানা তিন ম্যাচের হারের পর, কোচের পদ থেকে সরে দাঁড়ান কার্লোস কুয়াদ্রাত। লাল-হলুদের অন্তবর্তীকালীন কোচ হন বিনো জর্জ। তাঁর প্রশিক্ষণেই এদিন জামশেদপুরে খেলতে নামেন ক্লেটন-ক্রেসপো-নন্দকুমাররা। মাঠে নামলেন, কিন্তু নিজেদের পারফরম্যান্সে হতাশ করেন তিনি। ম্যাচের প্রথম দিকে আক্রমণে খেলা জমে উঠলেও, শুরুতেই গোল খেয়ে যায় লাল-হলুদ। ম্যাচের ২১ মিনিটে গোলার মতো শটে জামশেদপুরকে এগিয়ে দেন রেই তাচিকাওয়া। এরপর পালটা আক্রমণ চালায় লাল-হলুদ। ম্যাচের ৩২ মিনিটে সহজ সুযোগ নষ্ট করেন অধিনায়ক ক্লেটন সিলভা। দু’মিনিটের মাথায় আবারো মিস ক্লেটনের। ফাঁকা গোলের সামনে একাধিক গোলের সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেননি তিনি। না হলে প্রথমার্ধেই এগিয়ে যেত পারত বিনো জর্জের দল।

তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরে আসার চেষ্টা চালায় লাল-হলুদ। ম্যাচের ৬৪ মিনিটে পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। তবে তা কাজে লাগাতে ব্যর্থ হন ক্রেসপো। তবে লাল-হলুদের জন্য অপেক্ষা করছিল আরও অনেক নাটক। ম্যাচের ৭০ মিনিটে নিজের গোলেই বল জড়িয়ে দেন লাল-হলুদ ডিফেন্ডার চুংনুঙ্গা। যার ফলে ২-০ গোলে এগিয়ে যায় জামশেদপুর। এরপর আক্রমণে গেলেও গোলের দরজা খুলতে পারেনি লাল-হলুদ।

আরও পড়ুন- ট্যাটুর মধ্যে স্থান পেয়েছে পাঁচ ছক্কা, নিজের ট্যাটু নিয়ে আর কী বললেন রিঙ্কু সিং


Related articles

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...
Exit mobile version