অদ্ভূত সমাপতন। ভারতে টেস্ট টিউব বেবির জন্ম দেওয়ার প্রযুক্তি উদ্ভাবন করেছিল ডাঃ সুভাষ মুখোপাধ্যায়। সেই শিশুর নাম দেওযা হয় ‘দুর্গা’। আর দুর্গাপুজোর মুখে সেই পদ্ধতিতেই শুক্রবার সরকারি হাসপাতাল এসএসকেএম বিনামূল্যে জন্ম নিল এই টিউব বেবি। আর জি কর-কাণ্ড নিয়ে যখন তোলপাড় দেশ, তখন রাজ্যের সরকারি হাসপাতালের এই অভূতপূর্ব সাফল্য। নিখরচায় গরিব দম্পতির ঘরে জন্ম নিল টেস্টটিউব বেবি। এর স্রষ্টা প্রয়াত ডাঃ সুভাষ মুখোপাধ্যায়ের (Subhash Mukharjee) অন্যতম সহযোগী ডাঃ সুদর্শন ঘোষ দস্তিদারের (Sudarshan Ghosh Dastidar) তত্ত্বাবধানে এসএসকেএম-এ এই শিশুর জন্ম হয়। হাসপাতাল সূত্রে খবর, মা ও শিশু দুজনেরই সুস্থ আছে।
সরকারি হাসপাতালের অভূতপূর্ব সাফল্য! প্রথম নিখরচায় জন্ম টেস্টটিউব বেবির
Date:
Share post:
