Wednesday, November 5, 2025

সরকারি হাসপাতালের অভূতপূর্ব সাফল্য! প্রথম নিখরচায় জন্ম টেস্টটিউব বেবির

Date:

অদ্ভূত সমাপতন। ভারতে টেস্ট টিউব বেবির জন্ম দেওয়ার প্রযুক্তি উদ্ভাবন করেছিল ডাঃ সুভাষ মুখোপাধ্যায়। সেই শিশুর নাম দেওযা হয় ‘দুর্গা’। আর দুর্গাপুজোর মুখে সেই পদ্ধতিতেই শুক্রবার সরকারি হাসপাতাল এসএসকেএম বিনামূল্যে জন্ম নিল এই টিউব বেবি। আর জি কর-কাণ্ড নিয়ে যখন তোলপাড় দেশ, তখন রাজ্যের সরকারি হাসপাতালের এই অভূতপূর্ব সাফল্য। নিখরচায় গরিব দম্পতির ঘরে জন্ম নিল টেস্টটিউব বেবি। এর স্রষ্টা প্রয়াত ডাঃ সুভাষ মুখোপাধ্যায়ের (Subhash Mukharjee) অন্যতম সহযোগী ডাঃ সুদর্শন ঘোষ দস্তিদারের (Sudarshan Ghosh Dastidar) তত্ত্বাবধানে এসএসকেএম-এ এই শিশুর জন্ম হয়। হাসপাতাল সূত্রে খবর, মা ও শিশু দুজনেরই সুস্থ আছে।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগেই আড়াই বছর আগে SSKM হাসপাতালের শিশু বিভাগের পাশেই গড়ে ওঠে বন্ধ্যাত্ব দূরীকরণে এই বিভাগ। কয়েক কোটি টাকা খরচ করে টেস্ট টিউব বেবির (Test Tube Baby) গবেষণায় বিশ্বমানের পরিকাঠামোর ব্যবস্থা করেন মুখমন্ত্রী। সুদর্শন ঘোষ দস্তিদার জানান, “ভারতে এই প্রথম কোনও সরকারি হাসপাতালে সম্পূর্ণ বিনা খরচে জন্ম হল টেস্টটিউব বেবির। আগামীতেও এভাবেই বিনা খরচে লাখো দম্পতির কোল আলো করে জন্ম নেবে টেস্টটিউব বেবি”- আশা ডাঃ ঘোষদস্তিদারের।বেসরকারি হাসপাতালে টেস্টটিউব বেবির (Test Tube Baby) ভ্রুণ তৈরিতে খরচ হয় আড়াই থেকে ৫ লাখ টাকার মতো। এই আইভিএফ পদ্ধতিতে সাধারণত ৬টি পর্যায় থেকে। প্রতিটি সাইকেলে দেড় থেকে দুই লক্ষ টাকা খরচ পড়ে। তবে তাতেও সাফল্যের হার খুব বেশি নয়। যদি কেউ সবকটি পর্যায় পূরণ করতে পারেন তাহলেও সাফল্যের হার অনেক ক্ষেত্রে ১০০ শতাংশ হয় না। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে চিকিৎসার খরচ। গরিবের সংসারে এই খরচ বহন করা সম্ভব নয়। অথচ তাঁরাও সন্তানের মুখ দেখতে চান। এই কারণেই বাংলার সাধারণ খেটে খাওয়া মানুষের কথা ভেবে এসএসকেএম হাসপাতালে শিশু বিভাগের কোটি টাকা খরচ করে উন্নত মানের চিকিৎসা পরিকাঠামো তৈরি করেছিলেন মুখ্যমন্ত্রী। আর সেই উদ্যোগই সাফল্যের মুখ দেখল।







Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version