মলয় ঘটক পেলেন নতুন দায়িত্ব। সর্বভারতীয় তৃণমূলের (AITC) তরফে অসমের তৃণমূলের দায়িত্ব দেওয়া হল পশ্চিমবঙ্গের আইনমন্ত্রী মলয় ঘটককে ( Moloy Ghatak)। প্রেস বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানানো হয়েছে রবিবার। সেখানে লেখা হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অনুপ্রেরণায় এবং নির্দেশে আইনমন্ত্রী মলয় ঘটককে অসম রাজ্য তৃণমূলের দায়িত্ব (State-in-Charge) দেওয়া হচ্ছে। এ বার বাংলা থেকে এক নেতাকে পাঠিয়ে অসমের সংগঠন মজবুত করতে চাইছে তৃণমূল।
অসমের সংগঠনকে জোরদার করতে এই পদক্ষেপ তৃণমূলের। অসম থেকে রাজ্য়সভার সাংসদ সুস্মিতা দেব (Sushmita Dev)।তাঁর সময়ে অসমে তৃণমূলের দায়িত্ব দেওয়া হয়েছিল রিপুন বোরাকে। তবে লোকসভা ভোটের (Loksabha Election) পর অসম তৃণমূলের সভাপতির পদের সঙ্গে দল ছেড়ে দেন রিপুন (Ripun Bora)।
রিপুন বোরার সভাপতি থাকাকালীন লোকসভা নির্বাচনে অসমে (Assam) চারটি আসনে প্রতিদ্বন্দ্বিতাও করেছিল তৃণমূল। তবে আশানুরূপ ফল পায়নি ঘাসফুল শিবির। তাই এবার বাংলা থেকে এক নেতাকে পাঠিয়ে অসমের সংগঠন মজবুত করতে চাইছে তৃণমূল। এদিকে এই বিষয়ে মলয় ঘটক জানান,” আমি এখনও এ বিষয়ে কিছুই জানি না। তবে দল দায়িত্ব দিলে অবশ্যই সেই দায়িত্ব আমাকে পালন করতে হবে।”