Thursday, August 21, 2025

‘ফেক নিউজ’ চিহ্নিত করলে মহিলাদের ১০০ পুরস্কার, হতে পারে চাকরি: ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

সম্প্রতি রাজ্যে কোনও ঘটনা ঘটলে তা নিয়ে বাস্তবে আলোড়নের থেকে বেশি আন্দোলন সোশ্যাল মিডিয়ায় দেখা যায়। অনেক ক্ষেত্রেই অনেক ঘটনা নিয়ে ফেক নিউজ (fake news) ছড়ানোর প্রবণতাও প্রভাবিত করেছে পুলিশি তদন্তকে। রাজ্য পুলিশ ফেক নিউজ ছড়ানো থেকে সাধারণ মানুষকে বিরত রাখতে একাধিক ব্যক্তিকে শাস্তির পথে হাঁটলেও বন্ধ হয়নি ফেক নিউজ ছড়ানো। এবার রাজ্যের মহিলাদের সেই কাজে এগিয়ে আসার বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। পুলিশের সাইবার ক্রাইম (cyber crime) শাখায় ফেক নিউজ সম্পর্কে জানানোর জন্য ঘোষণা করলেন পুরস্কারও। এমনকি এই কাজে পুরুষদের থেকে মহিলাদের প্রতি বেশি আস্থা প্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)।

বরাবর নারীর ক্ষমতায়নে বিশ্বাসী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় বিভিন্ন সময়ে রাজ্যের মহিলাদের অনেক কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। এলাকায় দুষ্কৃতীদের থেকে প্রতিরোধ গড়ে তোলা থেকে সমাজ সংস্কারে নতুন ধরনের কাজ তুলে ধরায় মহিলাদের উপর বেশি ভরসা করেছেন তিনি। সাইবার ক্রাইম শাখাকে সাহায্যের ব্যাপারেও তাঁর ভরসার জায়গায় সেই মেয়েরাই। তিনি বলেন, “আপনারাই পারেন করতে। জোট বাধুন তো, রিয়েল স্টার (real star) আপনারা যারা ঘরে বসে কাজ করেন। যারা সমাজটাকে ভালো চেনেন আপনারাই দায়িত্বটা নিন।”

কীভাবে অপরাধী ধরতে পুলিশকে সাহায্য করতে পারবেন মেয়েরা, তার পথও সহজে বাতলে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এক্ষেত্রে তিনি উল্লেখ করেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (AI)। যার মাধ্যমে তৈরি হচ্ছে ভিডিও বা ছবি। সেই সব পোস্টই চিহ্নিত করার বার্তা দেন মুখ্যমন্ত্রী। সেই দায়িত্ব নিয়ে তাঁর বার্তা, “মেয়েদের দায়িত্ব দিয়ে যাচ্ছি, ছেলেরা সময় পায় না। নিজে থেকে ফেসবুক (Facebook) টুইটার (Twitter) খুলবেন। ছবিটার উপরে লিখবেন ‘ফেক’ (Fake)। কথাটা আগে লিখুন তারপর পাঠিয়ে দিন সাইবার ক্রাইমে।”

আর এই সাহায্য পুলিশকে করলে পুলিশের পক্ষ থেকেই পুরস্কারের আশ্বাস মুখ্য়মন্ত্রীর। তিনি রাজ্য পুলিশকে নির্দেশ দেন, “যে মেয়েরা অপরাধীদের ধরে দিতে পারবে, অপরাধকে নিহ্নিত করবে প্রথম তাদের জন্য ১০০টা পুরস্কার থাকবে। এবং তারা চাকরিও পাবে দরকার হলে।” সেই সঙ্গে তিনি মনে করিয়ে দেন, “এরা রাঁধে এবং চুলও বাঁধে। এরাই ফেক নিউজ (fake news) দিতে পারবে।”

Related articles

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...

এশিয়া কাপে খেললেও, ভারত-পাকিস্তানের মধ্যে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়

পাকিস্তানের সঙ্গে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়। এবার সাফ জানিয়ে দিল ভারত সরকার। এশিয়া (Asia Cup) কাপে ভারত-পাকিস্তান (India-Pakistan)...

পুজোয় প্রাইম টাইমে ৪ বাংলা ছবি, স্ক্রিনিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত: জানালেন পিয়া

সিনে প্রেমীদের জন্য সুখবর। এই বছর পুজোয় চারটি বাংলা ছবি (Bengali Film) মুক্তি পেতে চলেছে। প্রথম বৈঠকের পরে...
Exit mobile version