Saturday, November 8, 2025

‘ফেক নিউজ’ চিহ্নিত করলে মহিলাদের ১০০ পুরস্কার, হতে পারে চাকরি: ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

সম্প্রতি রাজ্যে কোনও ঘটনা ঘটলে তা নিয়ে বাস্তবে আলোড়নের থেকে বেশি আন্দোলন সোশ্যাল মিডিয়ায় দেখা যায়। অনেক ক্ষেত্রেই অনেক ঘটনা নিয়ে ফেক নিউজ (fake news) ছড়ানোর প্রবণতাও প্রভাবিত করেছে পুলিশি তদন্তকে। রাজ্য পুলিশ ফেক নিউজ ছড়ানো থেকে সাধারণ মানুষকে বিরত রাখতে একাধিক ব্যক্তিকে শাস্তির পথে হাঁটলেও বন্ধ হয়নি ফেক নিউজ ছড়ানো। এবার রাজ্যের মহিলাদের সেই কাজে এগিয়ে আসার বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। পুলিশের সাইবার ক্রাইম (cyber crime) শাখায় ফেক নিউজ সম্পর্কে জানানোর জন্য ঘোষণা করলেন পুরস্কারও। এমনকি এই কাজে পুরুষদের থেকে মহিলাদের প্রতি বেশি আস্থা প্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)।

বরাবর নারীর ক্ষমতায়নে বিশ্বাসী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় বিভিন্ন সময়ে রাজ্যের মহিলাদের অনেক কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। এলাকায় দুষ্কৃতীদের থেকে প্রতিরোধ গড়ে তোলা থেকে সমাজ সংস্কারে নতুন ধরনের কাজ তুলে ধরায় মহিলাদের উপর বেশি ভরসা করেছেন তিনি। সাইবার ক্রাইম শাখাকে সাহায্যের ব্যাপারেও তাঁর ভরসার জায়গায় সেই মেয়েরাই। তিনি বলেন, “আপনারাই পারেন করতে। জোট বাধুন তো, রিয়েল স্টার (real star) আপনারা যারা ঘরে বসে কাজ করেন। যারা সমাজটাকে ভালো চেনেন আপনারাই দায়িত্বটা নিন।”

কীভাবে অপরাধী ধরতে পুলিশকে সাহায্য করতে পারবেন মেয়েরা, তার পথও সহজে বাতলে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এক্ষেত্রে তিনি উল্লেখ করেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (AI)। যার মাধ্যমে তৈরি হচ্ছে ভিডিও বা ছবি। সেই সব পোস্টই চিহ্নিত করার বার্তা দেন মুখ্যমন্ত্রী। সেই দায়িত্ব নিয়ে তাঁর বার্তা, “মেয়েদের দায়িত্ব দিয়ে যাচ্ছি, ছেলেরা সময় পায় না। নিজে থেকে ফেসবুক (Facebook) টুইটার (Twitter) খুলবেন। ছবিটার উপরে লিখবেন ‘ফেক’ (Fake)। কথাটা আগে লিখুন তারপর পাঠিয়ে দিন সাইবার ক্রাইমে।”

আর এই সাহায্য পুলিশকে করলে পুলিশের পক্ষ থেকেই পুরস্কারের আশ্বাস মুখ্য়মন্ত্রীর। তিনি রাজ্য পুলিশকে নির্দেশ দেন, “যে মেয়েরা অপরাধীদের ধরে দিতে পারবে, অপরাধকে নিহ্নিত করবে প্রথম তাদের জন্য ১০০টা পুরস্কার থাকবে। এবং তারা চাকরিও পাবে দরকার হলে।” সেই সঙ্গে তিনি মনে করিয়ে দেন, “এরা রাঁধে এবং চুলও বাঁধে। এরাই ফেক নিউজ (fake news) দিতে পারবে।”

Related articles

আজ সোনা রুপোর দাম কত, জেনে নিন এক ঝলকে

৮ নভেম্বর (শনিবার) ২০২৫ ১ গ্রাম ১০ গ্রাম পাকা সোনার বাট ১২০৭৫ ₹ ১২০৭৫০ ₹ খুচরো পাকা সোনা ১২১৩৫...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৮ নভেম্বর (শনিবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

একলাফে বাড়ল বিহারের ভোট: ফায়দা কার? আশা দেখছে উভয়পক্ষ!

বিহারের বিধানসভা নির্বাচনের প্রথম দফা চমকে দিয়েছে নির্বাচন কমিশনকে। প্রথম দফার নির্বাচনে ভোটদানের হার এক লাফে এতটা বেড়েছে,...

এশিয়া মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে দেশের জন্য সোনা জয় বাংলার মহিলা সিভিক ভলেন্টিয়ারের

আন্তর্জাতিক স্তরে দেশের নাম উজ্জ্বল করলেন বাংলার মহিলা সিভিক ভলেন্টিয়ার। ২২টি দেশকে টেক্কা দিয়ে আন্তর্জাতিক স্তরের জ্যাভলিন থ্রো...
Exit mobile version